কলকাতা: হাতে আর মাত্র ন’দিন বাকি৷ এর পরেই রাজ্যে পঞ্চায়েত ভোট৷ অথচ এখনও বার বার ভোটের দফা বাড়ানোর দাবি তুলছে বিরোধীরা। লোকসভায় কংগ্রেসের দলনেতা তথা পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর চৌধুরী বৃহস্পতিবার জানালেন, পঞ্চায়েত ভোটের দফা বাড়ানোর দাবিতে ফের কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হবেন তিনি। প্রসঙ্গত, আগামী ৭ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট৷
বৃহস্পতিবার বহরমপুরে সাংবাদিক বৈঠক করেন প্রদেশ কংগ্রেস সভাপতি৷ ভোট প্রসঙ্গে অধীর বলেন, ‘‘ভোটের দফা বাড়ানো দরকার। মহামান্য আদালতের কাছে আমি আবার দাবি করব আগামী সোমবার, যেন দফা বাড়ানো হয়। না হলে প্রহসন হবে এই নির্বাচন।’’ পাশাপাশি, পঞ্চায়েত ভোটে অশান্তির আশঙ্কাও বারবার প্রকাশ করেছেন তিনি৷ অধীর বলেন, ‘‘যদি সন্ত্রাসমুক্ত ভোট হয়, জানব সেটাই বাংলার জন্য বিরাট পাওনা।’’
পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে অশান্ত হয়ে ওঠা ভাঙড়, ক্যানিংয়ের মতো জায়গা নিজে পরিদর্শন করে দেখেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস৷ তাঁর এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অধীর। তিনি বলেন, ‘‘আমরা তো চাই রাজ্যপাল সক্রিয় হন। কারণ, তিনিও আমাদের রাজ্যের এক জন পদাধিকারী। আমরা চাইব, এ রাজ্যটা কী ভাবে চলছে আপনি দেখুন।’’ তাঁর কথায়, রাজ্যের কোথায় কী হচ্ছে, সেটা দেখা রাজ্যপালের অধিকারের মধ্যে পড়ে৷ সেই সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের তীব্র সমালোচনা করেন অধীর। তোপ দেগে বলেন, ‘‘এটা নির্বাচন কমিশন নয়, তৃণমূলের কমিশন।’’