বিরোধী দলনেতার গুরু দায়িত্ব কি রাহুলের হাতে? শুরু কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক

কংগ্রেসের পালে হাওয়া (Congress) চব্বিশের লোকসভা নির্বাচনে পালে হাওয়া লেগেছে কংগ্রেসের। তৃতীয় মোদী সরকারের বিরুদ্ধে অনেকটাই শক্তিশালী বিরোধী মঞ্চ৷  বিরোধী বেঞ্চে বসেই নতুন করে লড়াই…

Rahul Gandhi Leader Of Opposition

কংগ্রেসের পালে হাওয়া (Congress)

চব্বিশের লোকসভা নির্বাচনে পালে হাওয়া লেগেছে কংগ্রেসের। তৃতীয় মোদী সরকারের বিরুদ্ধে অনেকটাই শক্তিশালী বিরোধী মঞ্চ৷  বিরোধী বেঞ্চে বসেই নতুন করে লড়াই শুরু করার বার্তা আগেই দিয়েছে ইন্ডিয়া জোট। সংসদের অন্দরে এই লড়াইয়ে নেতৃত্ব দিন রাহুল গান্ধী, এমনটাই ইচ্ছা হাত শিবিরের। শনিবার থেকে দিল্লিতে শুরু হয়েছে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক। সেখানেই দলের রণকৌশল ও বিরোধী দলনেতার পদ নিয়ে আলোচনা করা হয়েছে বলে খবর।

বিরোধী দলনেতা রাহুল? (Rahul Gandhi Leader Of Opposition?)

এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে, প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী, রাহুল-প্রিয়াঙ্কা-সহ অন্যান্য দলীয় নেতারা। আগামিদিনের রণকৌশল ও রণনীতি নির্ধারণ করতেই এই বৈঠক৷ তবে কি এবার লোকসভায় বিরোধী দলনেতার আসনে বসবেন রাহুল গান্ধী? এ প্রসঙ্গে বর্ষীয়ান নেতা বীরাপ্পা মৈলি স্পষ্টই জানান, “মানুষ রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা হিসেবে দেখতে চাইছে। কংগ্রেস ও ইন্ডিয়া জোট রাহুলকেই নেতা চাইছে। মোদী এখন আর গ্রেট লিডার নন। তাঁর জনপ্রিয়তায় ভাটার টান৷  আগামিদিনে রাহুল গান্ধীর নেতৃত্বেই ঘুরে দাঁড়াবে কংগ্রেস।”

রাহুল নিজে কী চাইছেন?

তবে শরিক দলগুলি  রাহুলকে নেতা হিসাবে মেনে নেবেন কিনা, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে৷ সর্বোপরী রাহুল নিজে কী চাইছেন, সেটাও বড় প্রশ্ন৷

আগামী বছর অবসর নেবেন মোদী? ‘আসল ছবি’ শুরু করার হুঁশিয়ারি

‘দালালরাই দল চালাচ্ছে’, বিস্ফোরক দিলীপ, বঙ্গ বিজেপিতে বিদ্রোহের আগুন!

সামনেই মিনি নির্বাচন! ঘুরে দাঁড়াবে বঙ্গ বিজেপি? নাকি ফের ভরাডুবি?

Rahul Gandhi is poised to become the Leader of Opposition as Congress strategizes for the 2024 elections. The Congress Working Committee meeting in Delhi discusses key leadership roles and plans to challenge the Modi government effectively.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *