হাইকমান্ড জোর না করলে জোট হচ্ছে না কংগ্রেস-তৃণমূলের!

হাইকমান্ড জোর না করলে জোট হচ্ছে না কংগ্রেস-তৃণমূলের!

নিজস্ব প্রতিনিধি: লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে শেষ মুহূর্তে বড় অঘটন না ঘটলে কংগ্রেস ও তৃণমূলের মধ্যে জোট হচ্ছে না। সেক্ষেত্রে কংগ্রেস ও বামেরা জোট করে লড়বে। ৩১ ডিসেম্বরের মধ্যে আসন সমঝোতা করতে হবে, এই বার্তা একাধিকবার দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এরপরেও কংগ্রেস হাইকমান্ড আসন সমঝোতা নিয়ে বিন্দুমাত্র ভাবনাচিন্তা শুরু করেননি। সবচেয়ে বড় কথা কেরলে বাম-কংগ্রেসের আসন সমঝোতা হচ্ছে না। অর্থাৎ সেখানে এই দুই প্রধান প্রতিদ্বন্দ্বী একে অপরের বিরুদ্ধে লড়বে। পাঞ্জাব এবং দিল্লিতেও কংগ্রেস ও আম আদমি পার্টির মধ্যে আসন সমঝোতা না হওয়ার সম্ভাবনাই বেশি।

এরপর বাকি থাকল পশ্চিমবঙ্গ। দিন পাঁচেক আগে প্রদেশ কংগ্রেসের বেশ কয়েকজন নেতা-নেত্রী বৈঠক করেন রাহুল গান্ধীর সঙ্গে। সেখানে প্রায় সকলেই স্পষ্ট বলেন যে বাংলায় তৃণমূলের সঙ্গে আসন সমঝোতা করতে চাইছেন না তাঁরা। কারণ হিসেবে তাঁরা বলেন, ২০১১ সালে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর ধারাবাহিকভাবে কংগ্রেসকে ধ্বংস করে গিয়েছে  তৃণমূল। দিনের পর দিন ধরে কংগ্রেসকে ভেঙেছে তৃণমূল। কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা, বিধায়ক, কাউন্সিলরদের তৃণমূল জোর করে নিজেদের দলে টেনে এনেছে বলে রাজ্য কংগ্রেসের অভিযোগ। সেই সূত্রে রাহুল গান্ধীর কাছে বঙ্গ কংগ্রেস নেতৃত্ব জানিয়েছেন, এবার যদি বাংলায় তৃণমূলের সঙ্গে কংগ্রেস আসন সমঝোতা করে তাহলে ভবিষ্যতে দলের অবস্থা আরও খারাপ হবে। দলের অস্তিত্ব আর খুঁজে পাওয়া যাবে না বলেও জানিয়েছেন তাঁরা। কারণ তৃণমূল শুধু বহরমপুর ও মালদা দক্ষিণ কেন্দ্র ছাড়া কংগ্রেসকে আর কোনও আসন ছাড়তে রাজি নয়। সেক্ষেত্রে উত্তরবঙ্গের পাশাপাশি গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কংগ্রেসের দেওয়াল লিখন থাকবে না। তাতে  আগামী দিনে কংগ্রেসের পতাকা ধরার লোক থাকবে না বলে রাহুলের কাছে দাবি করেছেন বাংলার কংগ্রেস নেতৃত্ব। সূত্রের খবর, রাহুলের পাশাপাশি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন তাঁরা জোর করে কিছু চাপিয়ে দেবেন না। সেক্ষেত্রে  কেরল, দিল্লি বা পাঞ্জাবের মতো পশ্চিমবঙ্গেও কংগ্রেস আসন সমঝোতা করবে না বলেই মনে করা হচ্ছে।

তবে এরপরেও একটা বিষয় থেকে যাচ্ছে। সেটা হল শেষ মুহূর্তে যদি কংগ্রেস হাইকমান্ড মত বদল করে জোর করে আসন সমঝোতা চাপিয়ে দেয়, তবে পরিস্থিতি বদলে যেতে পারে। ক্ষেত্রে নিমপাতা গেলার মতো তৃণমূলের সঙ্গে জোট করতে বাধ্য হবে কংগ্রেস। তবে রবিবার রাত পর্যন্ত খবর অনুযায়ী বাংলায় কংগ্রেস শেষ পর্যন্ত বামেদের সঙ্গেই জোট বেঁধে লড়বে। একটি সূত্রে খবর, সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকে সম্প্রতি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেছেন তিনি তৃণমূলের তুলনায় সিপিএমের সঙ্গে জোট করতে আগ্রহী ও বেশি স্বচ্ছন্দ বোধ করেন। এই পরিস্থিতিতে বঙ্গ কংগ্রেস নেতৃত্ব তাকিয়ে হাইকমান্ডের দিকে। এরপর জানুয়ারি মাসের মাঝামাঝি থেকেই আলিমুদ্দিন ও বিধানভবন একসঙ্গে বসে ৪২টি আসনের মধ্যে কে কোথায় লড়বে, তার রূপরেখা তৈরি করার কাজ শুরু করে দেবে বলেই খবর। সেই সঙ্গে আইএসএফকে ডায়মন্ডহারবার লোকসভা আসনটি ছেড়ে দিতে তৈরি কংগ্রেস ও সিপিএম নেতৃত্ব। এছাড়া নওশাদ সিদ্দিকী আরও কোনও আসনে লড়তে চান কিনা সেটা নিয়েও আলোচনা হবে। তাই শেষ পর্যন্ত বড় অঘটন না ঘটলে পশ্চিমবঙ্গে তৃণমূল একাই লড়তে চলেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *