জোট সমীকরণ! ‘ইন্ডিয়া’র স্বার্থে অসমে তৃণমূলকে আসন ছাড়তে রাজি কংগ্রেস!

জোট সমীকরণ! ‘ইন্ডিয়া’র স্বার্থে অসমে তৃণমূলকে আসন ছাড়তে রাজি কংগ্রেস!

congress

নয়াদিল্লি: কেন্দ্র থেকে বিজেপি সরকারকে উৎখাত করতে তৈরি হয়েছে ‘ইন্ডিয়া’ জোট৷ আপাতত চলছে আসন রফা৷ জোটের স্বার্থে অসমে তৃণমূল কংগ্রেসকে আসন ছাড়তে প্রস্তুত কংগ্রেস। প্রাথমিকভাবে এমনই ইঙ্গিত মিলল কংগ্রেসের সদর দফতর সূত্রে।

সম্প্রতি কলকাতা এসে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একান্তে সাক্ষাৎ করেন দলের অসম রাজ্য সভাপতি রিপুন বোরা। ওই বৈঠকেই কার্যত সিদ্ধান্ত নেওয়া হয় যে, আসন্ন লোকসভা নির্বাচনে অসমে প্রার্থী দেবে তৃণমূল কংগ্রেস। আপাতত যা খবর, তাতে দুই থেকে পাঁচটি আসনে প্রার্থী দিতে চাইছে পশ্চিমবঙ্গের শাসক শিবির৷ অসম থেকে সে খবর পৌঁছে গিয়েছে দিল্লিতে। প্রাথমিকভাবে কংগ্রেসের এই বিষয়ে কোনও আপত্তি নেই বলেই জানা গিয়েছে। তবে তারা আগে দেখতে চাইছে তৃণমূল অসমে কটি আসনে লড়তে চাইছে।

মুম্বইয়ে ‘ইন্ডিয়া’র বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের দাবি ছিল দ্রুত আসন সমঝোতা করা হোক৷ আসন বন্টন নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছিল তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, শিব সেনা-র মতো দলগুলি। তাদের বক্তব্য ছিল, আসন সমঝোতার বিষয়টি স্পষ্ট হলে এখন থেকেই ভোট যুদ্ধে ঝাঁপিয়ে পড়া যাবে৷ তবে  কংগ্রেস এক্ষেত্রে ‘ধীরে চলো’ নীতি নিয়েছে। আপাতত তাদের কাছে পাখির চোখ হল, বছর শেষে হতে চলা পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। কারণ, পাঁচ রাজ্যে ভাল ফল হলে আসন রফা নিয়ে আরও বেশি করে দর কষাকষি করতে পারবে তারা। তবে অসমে তৃণমূলকে আসন ছাড়তে আপত্তি নেই কংগ্রেসের৷ অসমে কংগ্রেসের এক সর্বভারতীয় নেতার কথায়, তৃণমূল যদি অসমে প্রার্থী দিতে চায়, তবে তাতে কোনও অসুবিধা হবে না৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =