বিহার ভোটেও ‘বিক্রি’ হতে পারে বিধায়ক! সিঁদুরে মেঘের আশঙ্কা কংগ্রেসের অন্দরে

বিহার ভোটেও ‘বিক্রি’ হতে পারে বিধায়ক! সিঁদুরে মেঘের আশঙ্কা কংগ্রেসের অন্দরে

পাটনা: লক্ষ্য ক্ষমতা দখল৷ নির্বাচন শেষ হতে না হতেই ঘর গোছানোর প্রস্তুতি শুরু করে দিন কংগ্রেস৷ বুথ ফেরত সমীক্ষায় মহাগঠবন্ধন বিহারে ক্ষমতায় ফিরতে পারে বলে মিলেছে পূর্বাভাস৷ জয়ের পূর্বাভাস পেতে না পেতেই এবার কংগ্রেসের অন্দরে শুরু হয়ে গিয়েছে সিঁদুরে মেঘের আশঙ্কা৷ বিধায়ক ‘কেনা-বেচা’র আশঙ্কায় তড়িঘড়ি বিহারে ছুটলেন কংগ্রেসের নেতারা৷

বুথ ফেরত সমীক্ষার ইঙ্গিত, বিহার নির্বাচনে হতে চলেছে কড়া ফাইট৷ হতে পারে ত্রিশঙ্ক বিধানসভা৷ ক্ষমতা দখলে টক্কর দিতে পারে মহাগঠবন্ধন ও এনডিএ৷ তেজস্বী যাদবের নেতৃত্বে মহাগঠবন্ধন ফিরতে পারে ক্ষমতায়৷ তবে, ম্যাকেজিক ফিকারের খুব কাছাকাছি থাকতে পারে নীতীশের এনডিএ ও তেজস্বীর মহাগঠবন্ধন৷ সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে নির্দল প্রার্থীদের সমর্থন৷ ফলে, পরিস্থিতির গুরুত্ব বুঝে এবার ঘর গোছানোর প্রস্তুতি শুরু করে দিল কংগ্রেস৷ মঙ্গলবার ফলাফল ঘোষণার আগে বিহার ছুটতে কার্যত বাধ্য হলেন কংগ্রেস নেতা রণদীপ সিং সুরজেওয়ালা-সহ অন্য নেতারা৷ লক্ষ্য, কংগ্রেসের বিধায়কদের ধরে রাখা যাতে৷

সূত্রের খবর, রণদীপ সুরজেওয়ালার সঙ্গে ইতিমধ্যেই বিহারে কংগ্রেস বিধায়কদের আগলে রাখার দায়িত্ব দেওয়া হয়েছে৷ তত্‍পর অবিনাশ পান্ডেও৷ জোটের শীর্ষনেতাদের সঙ্গে নিয়মিত তাঁরা যোগাযোগ রেখে চলেছেন৷ মহাগঠবন্ধনে সবচেয়ে বড় মাথাব্যথা কারণ এখন বিধায়ক ‘কেনাবেচা’! ‘ঘোড়া কেনাবেচা’ শুরু হলে কীভাবে তা সামাল দেওয়া যায়, তা নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা রূপায়নের কাজ শুরু হয়েছে বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × one =