কৃষি আইন বাতিলের দাবিতে সংসদে বিক্ষোভ বাম-কংগ্রেসের, পেগাসাস নিয়ে উত্তাল দুই কক্ষ

কৃষি আইন বাতিলের দাবিতে সংসদে বিক্ষোভ বাম-কংগ্রেসের, পেগাসাস নিয়ে উত্তাল দুই কক্ষ

নয়াদিল্লি: বাদল অধিবেশনের দ্বিতীয় দিনেও পেগাসাস বিতর্কে উত্তাল সংসদের দুই কক্ষ৷ লোকসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখায় বিরোধীরা৷ বিক্ষোভ দেখায় তৃণমূলও৷ বিক্ষোভের জেরে ১২টা পর্যন্ত মুলতুবি হয়ে যায় সংসদের দুই কক্ষের অধিবেশন৷  পরে অধিবেশন শুরু হলে ফের মুলতুবি হয়ে যায় রাজ্যসভা৷ 

আরও পড়ুন- আলোক ছটায় রাতের হাওড়া ব্রিজ দেখে মুগ্ধ নমো, শেয়ার করলেন ভিডিয়ো

পেগাসাসের পাশাপাশি কৃষক বিল নিয়ে সোচ্চার হয়েছে কংগ্রেস৷ আন্দোলনরত কৃষকদের সমর্থনে কৃষি আইন প্রত্যাহারের দাবিতে সংসদ ভবনের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস ও বাম সাংসদরা৷ এই বিক্ষোভে যোগ দেন রাহুল গান্ধী৷ এদিকে আজই পেগাসাস নিয়ে রাজ্য সভায় বক্তব্য পেশ করবেন কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷ এর আগে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী অক্সিজেনের অভাবে কারও মৃত্যু হয়নি বলে দাবি করেছিলেন৷ এই নিয়ে স্বাধিকারভঙ্গের  নোটিশ দিয়েছে সিপিআই৷ 

এদিন কৃষকদের সমর্থনে সংসদে গান্ধী মূর্তির পাদদেশে দলীয় সাংসদদের নিয়ে যখন বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সেই সময় যন্তর মন্তরে প্রতিবাদে সামিল হন কৃষকরা৷ কৃষি আইনের বিরুদ্ধে আন্দোলনের নতুন পর্ব শুরু করলেন কৃষকরা৷ এদিকে তিনটি কৃষি আইন  প্রত্যাহারের দাবিতে সংসদে কৃষকদের হয়ে গলা ফাটায় কংগ্রেস৷ অধীর চৌধুরী বলেন, ‘‘কৃষকদের উপর যেন জুলুম সহ্য করা হবে না৷ কৃষকরা আজ শান্তিপূর্ণভাবে এই আন্দোলন করবে। এই আন্দোলনের উপর যেন জুলুম না চলে। যেন লাঠিচার্জ না হয়। বোম না পড়ে।’’  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − eleven =