আমন্ত্রিতের তালিকায় সনিয়া, রাহুল, মনমোহন! অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনে আর কোন কোন বিরোধী নেতা?

আমন্ত্রিতের তালিকায় সনিয়া, রাহুল, মনমোহন! অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনে আর কোন কোন বিরোধী নেতা?

congress leaders

অযোধ্যা: শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন৷ নতুন বছর পড়লেই উদ্বোধন হবে অযোধ্যার রামমন্দির৷ বিশাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে৷ আমন্ত্রিত থাকবেন দেশের তাবড়-তাবড় ব্যক্তিত্বরা৷ বলিউড তারকা থেকে ক্রিকেটার, এমনকী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী দলের নেতানেত্রীদেরও। উল্লেখ্য বিষয় হল, এই বিরোধী নেতাদের একটা বড় অংশই বিজেপি তথা সঙ্ঘ পরিবারের চোখে ‘রামমন্দির আন্দোলনের বিরোধী’৷  তালিকায় কারা কারা? 

 বিশ্ব হিন্দু পরিষদের কার্যনির্বাহী সভাপতি অলোক কুমার বলেন, ‘‘আমন্ত্রিতের তালিকায় রয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী, দলের সভাপতি মল্লিকার্জুন খড়্গে এবং রাহুল গান্ধী৷ লোকসভায় কংগ্রেসের নেতা অধীর চৌধুরীকেও আমন্ত্রণ জানানো হয়েছে৷’’ এদিকে, আমন্ত্রণ পেলেও তিন দশক আগে রামমন্দির আন্দোলনের প্রধান ‘মুখ’ হয়ে ওঠা বিজেপির প্রাক্তন দুই সভাপতি লালকৃষ্ণ আডবাণী এবং মুরলী মনোহর জোশী আসছেন না৷ বয়সজনিত কারণেই তাঁদের আসতে বারণ করা হয়েছে৷ তাঁরা তা মেনেও নিয়েছেন৷ 

একদা রামজন্মভূমি আন্দোলনের কট্টর বিরোধী ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়া৷ তবে সম্প্রতি তাঁর জনতা দল(সেকুলার) বা জেডিএস কর্নাটকে বিজেপির সহযোগী হয়েছে। অযোধ্যায় মন্দির উদ্বোধনে থাকছেন দেবগৌড়া এবং তাঁর পুত্র কুমারস্বামী৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 10 =