১৭ ঘণ্টা পরও অবস্থানে অধীর! রাতভর বড়ঞা বিডিও অফিসের সামনে ধর্না

১৭ ঘণ্টা পরও অবস্থানে অধীর! রাতভর বড়ঞা বিডিও অফিসের সামনে ধর্না

বড়ঞা: পঞ্চায়েত ভোট নিয়ে রাজ্যে অশান্তি অব্যাহত। উত্তপ্ত মুর্শিদাবেদের বড়ঞা৷ বিডিয়ো অফিসের সামনে টানটান উত্তেজনা৷ কংগ্রেস প্রার্থীর হাত থেকে প্রতীক জমা দেওয়ার ফর্ম ছিনিয়ে নেওয়ার অভিযোগে মঙ্গলবার বিকেল ৪টেয় থেকে বড়ঞায় বিডিও অফিসের সামনে অবস্থান-বিক্ষোভ শুরু করছিলেন লোকসভা সাংসদ তথা প্রদেশ কংগ্রেস সভাপতি সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। সেখানে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে রাতভর সেখানে অবস্থানে বসে ছিলেন তিনি। ১৭ ঘণ্টা পার৷ বুধবার সকালেও একই ভাবে অবস্থান-বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন অধীর।

 

শাসক দল তৃণমূলের পাশাপাশি স্থানীয় বিডিওর বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। অভিযোগ, বিডিও তাঁর সঙ্গে ‘অভব্য আচরণ’ করেছেন৷ এ বিষয়ে তিনি লোকসভার স্পিকার ওম বিড়লাকেও চিঠি লিখেছেন। সংবিধান বিশেষজ্ঞেরা বলছেন, এ ক্ষেত্রে চাইলে লোকসভার স্পিকার সংসদের স্বাধিকার রক্ষা কমিটির কাছে বিষয়টি উত্থাপন করতে পারেন। প্রয়োজনে স্বাধিকার রক্ষা কমিটি ওই বিডিওকে ডেকে জবাবদিহির নির্দেশ দিতে পারে। শুধু তই নয়, রাজ্য সরকারের কাছে অভিযুক্তের বিরুদ্ধে পদক্ষেপ করার সুপারিশও করতে পারে। 

বুধবার অবস্থান মঞ্চ থেকেই অধীর বলেন, ‘‘এখানে আন্দোলন চালানোর পাশাপাশি আমরা হাই কোর্টেও যাচ্ছি। আমাদের দাবি, কংগ্রেসের প্রতীক ফিরিয়ে দাও।’’ এই প্রবল গরমে আমরা নিজেদের পয়সায় জেনারেটর এবং ফ্যান আনতে চেয়েছিলাম৷ কিন্তু প্রশাসন ১৪৪ ধারার যুক্তি দিয়ে আনতে দেয়নি।’’