গোবলয়ে ‘পদ্ম’ ফুটলেও দক্ষিণে শূন্য, দেশে কংগ্রেস তিন, বিজেপি পৌঁছল কততে?

গোবলয়ে ‘পদ্ম’ ফুটলেও দক্ষিণে শূন্য, দেশে কংগ্রেস তিন, বিজেপি পৌঁছল কততে?

congress

নয়াদিল্লি: লোকসভা ভোট যদি ফাইনাল হয়, তাহলে তার আগে চার রাজ্যের নির্বাচন ছিল সেমিফাইনাল৷ আর সেমিফাইনালে উঠল গেরুয়া ঝড়৷ চারে তিন নিয়ে বাজিমাত বিজেপির৷ কংগ্রেসের হাতে এল এক। অন্যভাবে দেখতে গেলে চার রাজ্যের বিধানসভা নির্বাচনে  হিন্দি বলয়ে কংগ্রেস শূন্য৷ আবার বিজেপি ফেল দক্ষিণে।

ভারতীয় রাজনীতিতে একটি বহুল প্রচলিত এবং প্রমাণিত সত্য প্রবাদ রয়েছে৷ বলা হয়- ‘উত্তরপ্রদেশ যার, দিল্লি তার’। এক সময় শুধু  উত্তরপ্রদেশ নয়, গোটা উত্তর ভারতের সমর্থন নিয়ে দেশ শাসন করেছে কংগ্রেস৷ তবে সে সব রাজ্যে এখন টিমটিম করে জ্বলছে অস্তিত্বের প্রদীপ। অন্য দিকে, ১৯৮০ সালে জন্ম নেওয়া বিজেপি উত্তরপ্রদেশের পথ ধরেই পৌঁছে গিয়েছে দিল্লির মসনদে। এর উপর বাড়তি প্রাপ্তি প্রায় গোটা গোবলয়৷ আসন্ন লোকসভা নির্বাচনের আগে চার রাজ্যের বিধানসভা ভোটের এই ফল বিজেপিকে ‘বাড়তি অক্সিজেন’ জোগাবে। তবে হিন্দি-ভারতে কংগ্রেস যে একেবারেই নেই, তেমনটা নয়৷ গোবলয়ের মধ্যে না পড়লেও হিমাচল প্রদেশও মূলত হিন্দিভাষী রাজ্য। এক বছর আগেই পূর্ণশক্তি নিয়ে সেখানে ক্ষমতায় এসেছে হাত শিবির। এ ছাড়া বিহারেও ক্ষমতায় রয়েছে কংগ্রেস। তবে তৃতীয় শরিক হিসাবে। 

তবে এ বারের নির্বাচনে হাতছাড়া হয়েছে রাজস্থান, ছত্তীসগঢ়। মধ্যপ্রদেশও ‘হাত’ ছাড়া।  গত বিধানসভা নির্বাচনে মধ্যপ্রদেশে ক্ষমতায় এসেছিল কংগ্রেস৷ কিন্তু পরে দলবদলের খেলায় ক্ষমতার দখল নেয় বিজেপি৷ এ বার মধ্যপ্রদেশ একেবারে গেরুয়া ঝড়৷ হিন্দিবলয়ের তিন রাজ্যেই কংগ্রেসে ধস।

তেলঙ্গানায় অবশ্য কংগ্রেস জয়ী৷ তবে  বিজেপিকে হারিয়ে নয়। কারণ, সেখানে বিজেপির হারানোর কিছু ছিল না। তেলঙ্গানা দখলের সঙ্গে দক্ষিণ ভারতে দুটি রাজ্যে ক্ষমতায় থাকল কংগ্রেস৷ এর সঙ্গে উত্তরের হিমাচল প্রদেশ জুড়লে গোটা দেশে কংগ্রেসশাসিত রাজ্যের সংখ্যা দাঁড়াল তিন। সেখানে একক ভাবে বিজেপিশাসিত রাজ্যের সংখ্যা বেড়ে হল ১২। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =