পরবর্তী প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস, টিকিট পেলেন মান্নান মনোজরা

এই নিয়ে ৯২টির মধ্যে মোট ৫০ টি আসনে প্রার্থী ঘোষণা করলে কংগ্রেস

কলকাতা: গতকাল তৃতীয় ও চতুর্থ দফার ৬৩টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। প্রার্থী ঘোষণার পর থেকেই রাজ্য জুড়ে ছড়িয়েছে উন্মাদনা। একুশের বিধানসভা নির্বাচনের আগে ক্রমবর্ধমান এই রাজনৈতিক উত্তাপের মাঝেই প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেসও। 

রবিবার আরো ৩৪টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে কংগ্রেস, এমনটাই জানা গেছে সূত্রের খবরে। এর আগে প্রথম ও দ্বিতীয় দফার মোট ১৬টি আসনে প্রার্থী দিয়েছিল কংগ্রেস। এবারের বিধানসভায় সবমিলিয়ে মোট ৯২টি আসনে লড়ছে তারা। এদিনের তালিকার পর প্রার্থী ঘোষণা বাকি থাকল আরো ৪২টি আসনে। রবিবার কারা কারা পেলেন হাত শিবিরের টিকিট? আসুন চোখ রাখা যাক সেই তালিকায়। 

এবারে চাঁপাদানি কেন্দ্র থেকে কংগ্রেসের হয়ে লড়ছেন বর্ষীয়ান নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান। জলপাইগুড়ি কেন্দ্র থেকে টিকিট পেয়েছেন সুখবিলাস বর্মা। এছাড়া, বহরমপুর থেকে মনোজ চক্রবর্তী, মাটিগাড়া-নকশালবাড়ি থেকে শংকর মালাকার, আলিপুরদুয়ার থেকে দেবপ্রসাদ রায়ও লড়াই করবেন হাত চিহ্নে। দ্বিতীয় বারের ঘোষণায় যাদের যাদের নাম ঘোষণা করা হয়েছে রইল তার পূর্ণাঙ্গ তালিকা। 

কেশবচন্দ্র রায় (সিতাই), রবীন রায় (তুফানগঞ্জ), সুনীল চন্দ্র তিরকে (ফাঁসিদেওয়া) , মোহিত সেনগুপ্ত (রায়গঞ্জ) , আসিফ মেহবুব (চাঁচল) , আলম মোস্তাক (হরিশচন্দ্রপুর), আলবেরুনি জুলকারন্যান (মালতীপুর), মোত্তাকিন আলম (মানিকচক), ভূপেন্দ্রনাথ হালদার (মালদহ), ইশা খান চৌধুরী (সুজাপুর), মণিউল হক (ফরাক্কা), হুমায়ুন রেজা (সুতি), আবু হেনা (লালগোলা), ফিরোজা বেগম (রানিনগর), শিলাদিত্য হালদার (বড়ঞাঁ), সইফুল আলম খান (কান্দি), কমলেশ চট্টোপাধ্যায় (ভরতপুর), শেখ সইফুজাম্মান (বেলডাঙা), প্রতাপ মণ্ডল (ক্যানিং পশ্চিম), শেখ মুজিবর রহমান (বজবজ), পলাশ ভাণ্ডারি (হাওড়া মধ্য), অমিতাভ চক্রবর্তী (শ্যামপুর), অসিত মিত্র (আমতা), অলোক কোলে (উদয়নারায়ণপুর), অলোকরঞ্জন বন্দ্যোপাধ্যায় (শ্রীরামপুর), পবিত্র দেব (সপ্তগ্রাম), অনির্বাণ সাহা (ধনেখালি), মণিকা মল্লিক ঘোষ (পুরশুড়া) এবং মহম্মদ মিলটন রশিজ (হাসান)। উল্লেখ্য, এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের জন্য বামফ্রন্ট আর আইএমএফের সঙ্গে হাত মিলিয়েছে কংগ্রেস। সংযুক্ত মোর্চার তরফে এ পর্যন্ত কংগ্রেস মোট ৫০ আসনের প্রার্থী দিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − twelve =