কলকাতা: রাজ্যে প্রথম দফার নির্বাচন অনুষ্ঠিত হতে আর মাত্র ৬ দিন বাকি। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে, রাজনৈতিক নেতাদের আক্রমণ প্রতি-আক্রমণে ততই উত্তপ্ত হচ্ছে বাংলার পরিস্থিতি। রাজনৈতিক উত্তেজনার এই আবহেই এবার আরো ৩৯টি কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করল কংগ্রেস।
শনিবারই পঞ্চম থেকে অষ্টম দফা পর্যন্ত ৩৯ আসনের প্রার্থী ঘোষণা করেছে কংগ্রেস। এর আগে গত রবিবার মোট ৩৪ কেন্দ্রের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছিল। গত নির্বাচনে দলের জয়ী প্রার্থীদেরকেই ফের এবারেও ভোটে লড়ার টিকিট দেওয়া হয়েছে। চারিদিকে এই দলবদলের রাজনীতির দিনেও দলের দুঃসময়ে যাঁরা দল ছেড়ে যাননি, কংগ্রেসের হয়ে লড়াইয়ের ময়দানে নামছেন সেই সমস্ত মাটি আঁকড়ে পড়ে থাকা পুরোনো সৈনিকই। কারা কারা পেলেন নবঘোষিত ৩৯ আসনে হাত শিবিরের টিকিট? আসুন চোখ রাখা যাক সেই তালিকায়।
প্রার্থীদের দিকে চোখ রাখলে দেখা যাচ্ছে, এবারের বিধানসভায় বাদুড়িয়া থেকে কংগ্রেসের হয়ে লড়বেন আব্দুস সাত্তার। এছাড়া, শান্তিপুরে কংগ্রেস প্রার্থী রিজু ঘোষাল, নাগারকোটায় সুখবীর সুব্বা, কালিম্পংয়ে দিলীপ প্রধান, ইসলামপুরে সাদিকুল ইসলাম, গোলপোখরে মাসুদ নাসিম আহসান, কালিয়াগঞ্জে প্রভাস সরকার, কুমারগঞ্জের কংগ্রেস প্রার্থী নার্গীস বানু চৌধুরী, রতুয়ায় নাজিমা খাতুন, মোথাবাড়িতে প্রার্থী মহম্মদ দুলাল শেখ।
প্রার্থী ঘোষিত হয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকাতেও। বরাহনগরে এবার কংগ্রেসের হয়ে লড়াবেন অমল কুমার মুখোপাধ্যায়। এছাড়া, নোয়াপাড়ায় কংগ্রেস প্রার্থী শুভঙ্কর সরকার, পানিহাটিতে তাপস মজুমদার, ভবানীপুরে সাদাব খান, রাসবিহারীতে আশুতোষ চট্টেপাধ্যায় এবং চৌরঙ্গীতে কংগ্রেস প্রার্থী সন্তোষ কুমার পাঠক। কৃষ্ণনগর উত্তরে প্রার্থী সিলভি সাহা, রানাঘাট উত্তর পশ্চিমে বিজয়েন্দ্র বিশ্বাস, বাগদায় প্রবীর কীর্তনিয়া, ভাটপাড়ায় ধর্মেন্দ্র সাউ। বসিরহাট দক্ষিণে কংগ্রেস প্রার্থী অমিত মজুমদার, কলকাতা পোর্টে মহম্মদ মুক্তার, জোড়াসাঁকোতে জনাব আজমল খান, পূর্বস্থলী দক্ষিণে অভিজিৎ ভট্টাচার্য, দুর্গাপুর পশ্চিমে দেবেশ চক্রবর্তী, কুলটিতে কংগ্রেস প্রার্থী চণ্ডীদাস চট্টোপাধ্যায়, বারাবনীতে রণেন্দ্র নাথ বাগচী, সুরিতে প্রার্থী হয়েছেন চঞ্চল চট্টোপাধ্য়ায়, মুরারাইয়ের প্রার্থী মহম্মদ আসিফ ইকবাল।
বৈষ্ণবনগরে কংগ্রেস প্রার্থী আজিজুল হক, সামসেরগঞ্জে মহম্মদ রেজাউল হক, রঘুনাথগঞ্জে আব্দুল কাশীম বিশ্বাস, সাগরদীঘিতে শেখ হাসানৌজ্জমন, মুর্শিদাবাদে নিয়াজুদ্দিন শেখ, খড়গ্রামে বিপদতরণ বাগদি, রেজিনগরে কাফিরুদ্দিন শেখ, হরিহরপাড়ায় মির আলমগীর, নওদায় মোসারফ হোসেন মণ্ডল এবং কালিগঞ্জে আব্দুল কাশীম।