নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ কংগ্রেসের। রাজস্থানের আজমেরে গত ৬ এপ্রিল নির্বাচনী সভা থেকে কংগ্রেসের নির্বাচনী ইস্তাহারকে কটাক্ষ করতে গিয়ে ‘মুসলিম লিগের’ প্রসঙ্গ টেনে এনেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কটাক্ষের প্রেক্ষিতে তাঁকে পাল্টা আক্রমণ শানিয়েছে কংগ্রেসও। কিন্তু এখানেই থেমে থাকেনি। ওই মন্তব্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচন কমিশনের দ্বারস্থ কংগ্রেস।
এই প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কংগ্রেস নেতা জয়রাম রমেশ। তিনি লিখেছেন, “আমার সহকর্মী সলমন খুরশিদ, মুকুল ওয়াসনিক, পবন খেরা, গুরদীপ সপ্পল এখনই নির্বাচন কমিশনে গিয়ে ছ’টি অভিযোগ করেছেন। তার মধ্যে দুটো প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। নির্বাচন কমিশন তার নিজের ক্ষমতা প্রয়োগ করে সব দলের জন্য সমান অধিকার সুনিশ্চিত করুক। এটাই সময়।”
কংগ্রেসের আশা, কমিশন নিজের সাংবিধানিক অধিকার প্রয়োগ করবে। কংগ্রেস বিষয়টি নিয়ে রাজনৈতিক এবং আইনি প্রক্রিয়া চালাবে বলেও জানিয়েছেন রমেশ।