কলকাতা: পঞ্চায়েত নির্বাচন পর্ব মিটেছে তিন মাস আগে৷ কিন্তু, এখনও জমা রয়েছে অভিযোগের পাহাড়৷ মনোনয়ন পত্র জমা দেওয়া থেকে ফল প্রকাশ পর্যন্ত একের পর এক অভিযোগে মামলা হয়েছে। সেরকমই একটি মামলার রায় ঘোষণা হল আজ৷ আর তাতেই দেখা গেল পঞ্চায়েত ভোটে জয়ী হয়েছে কংগ্রেস৷ জয়ী হিসেবে শংসাপত্র দেওয়া হবে কংগ্রেস প্রার্থীকে। অভিযোগ ছিল, বেশি ভোট পাওয়া সত্ত্বেও জোর করে তৃণমূল প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়েছে৷ এই অভিযোগেই হাই কোর্টের দ্বারস্থ হন কংগ্রেস প্রার্থী৷ মামলা ওঠে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে৷ তাঁর নির্দেশ, অবিলম্বে ওই প্রার্থীকে জয়ী ঘোষণা করে জয়ের শংসাপত্র দিতে। আদালতের রায়ে প্রায় তিন মাস পর জয়ের শংসাপত্র হাতে পেতে চলেছেন ওই কংগ্রেস প্রার্থী।
পুরুলিয়ার মারুমহসিনা পঞ্চায়েত সমিতির ১১ নম্বর আসনে পঞ্চায়েত ভোটের রায় নিয়ে মামলা হয় হাই কোর্টে৷ কংগ্রেস প্রার্থী তীজেন্দ্রনাথ মাহাতোর দাবি, তিনি ওই আসনে ৬ ভোটে জয়ী হয়েছে। কিন্তু, বিডিও ও নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত অন্যান্য আধিকারিকরা জোর করে তৃণমূল প্রার্থী রাজেশ মণ্ডলকে জয়ী ঘোষণা করেছেন। সুবিচার চেয়ে আদালতে যান তীজেন্দ্রনাথ। শুনানিতে তীজেন্দ্রর আইনজীবী কৌস্তভ বাগচী বলেন, ভোটের ফলে গরমিল হয়েছে। দীর্ঘ শুনানির পর তিন মাস বাদে অবশেষে রায় ঘোষণা হল। কংগ্রেস প্রার্থীর পক্ষেই রায় দেয় আদালত৷ বিডিও-কে নির্দেশ, অবিলম্বে ওই কংগ্রেস প্রার্থীর নামে জয়ের শংসাপত্র দিতে হবে৷