কলকাতা: সারা দেশে আছড়ে পড়েছে করোনার দ্বিতীয় ঢেউ৷ আঁচ লেগেছে বাংলার গায়েও৷ ভোটের ঠিক আগে করোনা সংক্রমণে মৃত্যু হল মুর্শিদাবাদের সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাসের।
আরও পড়ুন- একই দিনে হোক বাকি ৪ দফার ভোট, কমিশনকে প্রস্তাব-প্রস্তুতি তৃণমূলে
বেশ কয়েকদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যা হচ্ছিল তাঁর৷ সেই অবস্থাতেও প্রচার চালাচ্ছিলেন তিনি৷ মঙ্গলবার তাঁর কোভিড টেস্ট করা হয়৷ বুধবার সকালে রিপোর্ট পজেটিভ আসে। এর পরেই তাঁকে জঙ্গিপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পর অবস্থা আরও সঙ্কটজনক হওয়ায় তড়িঘড়ি তাঁকে কলকাতায় নিয়ে আসা হয়। রাত সাড়ে বারোটা নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় রেজাউল হককে। কিন্তু চিকিৎসকদের সমস্ত চেষ্টা করেও ব্যর্থ হন৷ আজ ভোর পাঁচটা নাগাদ মৃত্যু হয় কংগ্রেস প্রার্থীর৷ এই কেন্দ্রে স্থগিত করা হয়ে যাবে নির্বাচন।
রেজাউল হকের মৃত্যুতে শোকের ছায়া কংগ্রেস শিবিরে৷ শোকপ্রকাশ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। রেজডাউলের পরিবারের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি৷ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জঙ্গিপুরের তৃণমূল সাংসদ খলিলুর রহমানও। গতকাল জঙ্গিপুর হাসপাতালে তাঁর সঙ্গে দেখাও করতে গিয়েছিলেন তিনি৷ আগামী ২৬ এপ্রিল সপ্তম দফা ভোটে নির্বাচন হওয়ার কথা ছিল সামসেরগঞ্জে৷ কিন্তু তাঁর আগে রেজাউল হকের মৃত্যুত এই কেন্দ্রে এখন কংগ্রেস প্রার্থী শূন্য৷
আরও পড়ুন- মোর্চায় ফাটল! তৃণমূল প্রার্থীকে ভোট দিতে বলে শোরগোল ফেললেন ISF প্রার্থী
দেশ তথা রাজ্যে ক্রমশই ভয়ঙ্কর হয়ে উঠছে করোনা পরিস্থিতিত৷ এই অবস্থাতেই চলছে মিটিং মিছিল৷ হেভিওয়েট প্রার্থীদের জনসভা৷ সেখানে করোনা বিধির কোনও বালাই নেই৷ নেই মাস্ক, স্যানিটাইজারের ব্যবহার৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৮৯২ জন। মৃত্যু হয়েছে ২৪ জনের। এদিকে, কোভিড প্রোটোকল মেনেই রেজাউলের দেহ মুর্শিদাবাদে নিয়ে আসার আবেদন জানানো হয়েছে পরিবারের তরফে৷ তবে তাঁর দেহ কলকাতা পুরসভার হাতে তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে৷