তিন বছর পর জেলা সফরে সুব্রত বক্সী, বিতর্ক উস্কে শুরুতেই ছাঁটলেন কুণালকে

তিন বছর পর জেলা সফরে সুব্রত বক্সী, বিতর্ক উস্কে শুরুতেই ছাঁটলেন কুণালকে

 কলকাতা:  দলের জন্মলগ্ন থেকেই তৃণমূলের রাজ্য সভাপতি তিনি৷ কিন্তু গুরুত্বপূর্ণ পদে থাকা সত্বেও সুব্রত বক্সীকে জেলা সফরে দেখা যায়নি৷ তিনি শেষ কবে জেলা সফরে গিয়েছিলেন তা তৃণমূলের অনেকেই মনে করতে পারছেন না৷  

মুহূর্ত থেকে এই পদে রয়েছেন। কিন্তু এহেন বক্সীদা শেষ কবে জেলা সফরে গিয়েছেন তা তৃণমূলের অনেকেই স্মরণ করে বলতে পারবেন না। কিছু দিন আগে ব্যারাকপুরে অর্জুন সিংয়ের সঙ্গে বৈঠক করতে গিয়েছিলেন। তবে সে কথা শুনে অনেকেই বলছেন, ব্যারাকপুর তো বৃহত্তর কলকাতার মধ্যেই পড়ে। একুশের বিধানসভা ভোটের সময়  নন্দীগ্রামে ভোট ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছিল সুব্রত বক্সীকে। তিন বছর পর শুক্রবার জেলা সফরে গেলেন তিনি। তবে তাঁর প্রথম জেলা সফর ঘিরে শুরু হয়েছে হইচই৷ শুক্রবার পূর্ব মেদিনীপুরে সাংগঠনিক বৈঠক করবেন সুব্রত বক্সী। অথচ সেই বৈঠকে ডাকা হল না জেলার সাংগঠনিক দায়িত্বে থাকা রাজ্য সম্পাদক কুণাল ঘোষকে।ভোটের পর থেকেই তমলুক ও কাঁথিতে সংগঠনের দেখভালের দায়িত্বে রয়েছেন তৃণমূলের রাজ্য সম্পাদক৷ নন্দীগ্রামে তিনি হামেশাই যান। কিন্তু সাংগঠনিক বৈঠকে তাঁকে না ডাকায় ক্ষুব্ধ কুণাল৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − eleven =