করোনা: কোন বয়সে এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি?

করোনা: কোন বয়সে এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি?

ওয়াশিটন: করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব৷ কিন্তু এই মহামারি থেকে রক্ষা পেতে গেলে প্রথমে জরুরি আতঙ্কিত না হওয়া৷ সঙ্গে জেনা নেওয়া প্রয়োজন গুরুত্বপূর্ণ তথ্যগুলি৷ আপনি জানানে কি, এই মুহূর্তে ৭ ধরনের করোনা ভাইরাস রয়েছে৷ যার মধ্যে‘কোভিড ১৯’ মৃত্যুহার অনেক কম৷ মাত্র ৩.৪ শতাংশের কাছাকাছি৷ ফলে, গেলগেল রব তোলার কোনও কারণ নেই৷ এই রোগ থেকে সুস্থ হয়ে ফিরছেন বহু মানুষ৷

জানেন কি, এই রোগ কাদের শরীরে বাসা বাধতে পারে? তথ্য বলছে, করোনা সব বয়সীদের হতে পারে৷ মূলত  ৩০ বছর থেকে ৭৯ বছর বয়সীদের মধ্যে এই রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা বেশি৷ ৮৭ শতাংশের কাছাকাছি৷ ২০ বছরের নীচে এই রোগে আক্রান্ত হয়েছেন মাত্র ১০ শতাংশ তরুণ প্রজন্ম৷ আক্রান্তদের মধ্যে ৫৬ শতাংশ পুরুষ ও বাকিরা মহিলারা রয়েছেন৷ পুরুষদের ক্ষেত্রে মৃত্যুহার ২.৮ ও মহিলার ক্ষেত্রে তা ১.৭ শতাংশ৷ গোটা বিশ্বে গড় মৃত্যুহার ৩.৪ শতাংশ৷ রোগীর দেহে অন্যকোনও রোগ থাকলে, মৃত্যুহার ৭১ শতাংশের কাছাকাছি৷ করোনার প্রভাব বেশি স্বাস্থ্যকর্মীদের মধ্যে৷ চিনে স্বাস্থ্যকর্মীদের মৃত্যুরহার ৩.৮ শতাংশ৷

গোটা তথ্যটি পাওয়া গিয়েছে কনফেডারেশন অব মেডিক্যাল অ্যাসোসিয়েশনস অব এশিয়া অ্যান্ড ওশিয়ানিয়া এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − ten =