বেলুড় মঠের ‘নাম’ নিয়ে সিমেন্ট সংস্থার বিজ্ঞাপন? জানেই না রামকৃষ্ণ মিশন

বেলুড়: হাওড়া থেকে কলকাতায় ঢোকার মুখেই চোখে পড়বে মস্ত একটা হোর্ডিং। তাতে বড় বড় করে লেখা, ‘হাওড়ার বেলুড় মঠ আর সিমেন্টে CONCRETO নামটাই যথেষ্ট’। যার ব্যখ্যা…

belur math

বেলুড়: হাওড়া থেকে কলকাতায় ঢোকার মুখেই চোখে পড়বে মস্ত একটা হোর্ডিং। তাতে বড় বড় করে লেখা, ‘হাওড়ার বেলুড় মঠ আর সিমেন্টে CONCRETO নামটাই যথেষ্ট’। যার ব্যখ্যা করলে দাঁড়ায়, রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান দফতর সম্পর্কে ভক্তদের যে ভরসা ও বিশ্বাস রয়েছে, সেটাই খুঁজে পাওয়া যাবে কংক্রিটোতে৷ এক কথায়, বেলুড় মঠের প্রতি আস্থাকে সিমেন্ট প্রস্তুতকারী সংস্থার ‘ইউএসপি’ (ইউনিক সেলিং পয়েন্ট) হিসাবে ব্যবহার করা হয়েছে।

কিন্তু এই বিজ্ঞাপন সম্পর্কে রামকৃষ্ণ মঠ ও মিশন কি অবগত? তাদের অনুমতি বা অনুমোদন নিয়ে প্রচার করা হয়েছে? প্রশ্নের জবাবে মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ মঙ্গলবার বললেন, ‘‘কোনও সংস্থাকেই এমন কোনও অনুমতি দেওয়া হয়নি। কারও সঙ্গে কোনও কথাই হয়নি।’’ মহারাজের কথায়, এটা ভক্তদের ভাবাবেগে আঘাত করতে পারে৷ এই ছবি হাতে পেলেই পুলিশে অভিযোগ জানানো হবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *