‘মজা হচ্ছে! আমরা এখানে খেলা করছি?’ নিয়োগের দাবিতে শিক্ষা দফতরে ব্যাপক বিক্ষোভ

‘মজা হচ্ছে! আমরা এখানে খেলা করছি?’ নিয়োগের দাবিতে শিক্ষা দফতরে ব্যাপক বিক্ষোভ

পুরুলিয়া:  কোভিড পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতেই রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য শুরু হয়েছে অফলাইন ক্লাস৷ স্কুল খুললেও কাজে যোগ দিতে পারছেন না পুরুলিয়া জেলার বিভিন্ন স্কুলের প্রায় ৮৮ জন কম্পিউটার শিক্ষক-শিক্ষিকা৷ অবিলম্বে নিয়োগের দাবিতে মঙ্গলবার পুরুলিয়ার শিক্ষা ভবনের সামনে বিক্ষোভে সামিল হন তাঁরা৷ 

আরও পড়ুন- গ্রুপ সি নিয়োগ দুর্নীতি নিয়ে গুচ্ছ প্রশ্ন, SSC-কে হলফনামা দেওয়া নির্দেশ হাই কোর্টের

প্রসঙ্গত, একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে রাজ্য শিক্ষা দফতরের চুক্তি অনুযায়ী বিভিন্ন জেলার স্কুলগুলিতে কম্পিউটার শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়। এই চুক্তি মাফিক গত বছর ওই বেসরকারি সংস্থার পক্ষ থেকে একটি নিয়োগ পরীক্ষাও হয়। বিভিন্ন জেলার পাশাপাশি পুরুলিয়ার ৮৮ জন যুবক যুবতীর হাতেও নিয়োগপত্র তুলে দিয়েছিল ওই বেসরকারি সংস্থা। কিন্তু এই নিয়োগের বিষয়ে জেলা শিক্ষা দফতরের কাছে কোনও তথ্য নেই বলে দাবি৷ তথ্য নেই জেলা স্কুল পরিদর্শকের কাছেও৷ নিয়োগ সংক্রান্ত তথ্য না থাকার জেরেই ওই শিক্ষকদের নিয়োগ আটকে গিয়েছে৷ কম্পিউটার শিক্ষকদের কাজে যোগ দেওয়ার অনুমতি পাচ্ছেন না৷ এই অবস্থান বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন কম্পিউটার শিক্ষকরা৷ 

শিবানী বন্দ্যোপাধ্যায় নামে এক হবু কম্পিউটার শিক্ষিকা বলেন, “করোনা আবহে কম্পিউটার ইনস্ট্রাকটরের পদের জন্য পরীক্ষা নেওয়া হয়েছিল৷ অথচ করোনার জন্যে নিয়োগ প্রক্রিয়া শ্লথ করে দেওয়া হয়৷ ফেব্রুয়ারি মাস থেকে কাজ শুরু করি৷ দীর্ঘ আট-নয় মাস কাজ করছি। স্কুল কর্তৃপক্ষও বলে,  আপনারা কাজ করুন। ডিআই-র কাছ থেকে মেইল এলেই জয়েনিং করাব”। দাবি, গত দশ মাস কাজ করে ন্যূতনত পারিশ্রমিকও পাননি৷ এখন স্কুলের প্রধান শিক্ষক বলছেন, ডিআই-এর নির্দেশ ছাড়া নিয়োগ হবে না! এর পরেই শুরু হয় বিক্ষোভ৷ 

ওই কম্পিউটার শিক্ষিকা সুর চড়িয়ে বলেন, ‘‘ডিআই স্যর বলছেন দেখছি! এখন কেউ জয়েন করতে পারবেন না। এটা কি মজার বিষয়? আমারা কি এখানে খেলা করছি? আমরা শিক্ষিত মানুষ।” জেলা শিক্ষা দফতর থেকে স্কুলে মেল না যাওয়া পর্যন্ত তাঁরা পিঠু হটবেন না বলে হুঁশিয়ারি শিবানীদের৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × three =