বিয়ের পরেই বিপাকে ভিকি! থানায় অভিযোগ দায়ের অভিনেতার বিরুদ্ধে

বিয়ের পরেই বিপাকে ভিকি! থানায় অভিযোগ দায়ের অভিনেতার বিরুদ্ধে

মুম্বই:  সদ্যই বিয়ে হয়েছে তাঁর৷ এখনও কাটেনি রিয়ের রেশ৷ এরই মধ্যে বিপাকে উরি খ্যাত অভিনেতা ভিকি কৌশল৷ তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলেন জয় সিং যাদব নামে এক ব্যক্তি৷ তিনি ইনদৌরের বাসিন্দা৷ অভিযোগ, তাঁকে জিজ্ঞাসা না করেই তাঁর বাইকের নম্বর প্লেট ব্যবহার করা হয়েছে ভিকির ছবিতে৷  

আরও পড়ুন- শ্রীলেখাকে নাকি ভারতনাট্যম শেখাচ্ছেন ‘মুখ্যমন্ত্রী’! ‘স্বপ্ন’ ঘিরে তোলপাড় নেটপাড়া

ক্যাটরিনা

প্রসঙ্গত, দিন কয়েক আগেই একটি ছবির শ্যুটিংয়ে বাইকে চেপে  ভিকির ঘুরে বেড়ানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়৷  সেই ছবিটি নজরে আসে জয় সিংয়েরও৷ এর পরেই সোজা থানায় যান তিনি৷ সংবাদসংস্থা এএনআইকে জয় বলেন, “ছবিতে ভিকির বাইকে যে নম্বর প্লেটটি ব্যবহার করা হয়েছে,  সেটি আদতে আমার বাইকের নম্বর। ছবির নির্মাতা এই বিষয়টি জানেন কিনা, তা আমার জানান নেই৷ কিন্তু অনুমতি ছাড়া এ ভাবে কারও বাইকের নম্বর ব্যবহার করা যায় না৷ বিষয়টি নজরে আসতেই আমি থানায় অভিযোগ দায়ের করেছি। আশা করি প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।” 

ক্যাটরিনা

ইনদৌরের বনগঙ্গা থানার সাব ইনস্পেক্টর রাজেন্দ্র সোনি এ প্রসঙ্গে বলেন,  আমরা অভিযোগ পেয়েছি৷ গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷ বেআইনি ভাবে ছবিতে ভিকির বাইকের নম্বর প্লেট ব্যবহার করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে৷ ছবির ইউনিট ইনদৌরে থাকলে, তাদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 5 =