নয়াদিল্লি: ভুয়ো টিআরপি কেলেঙ্কারি নিয়ে কড়া পদক্ষেপ নিল ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল। আগামী কিছুদিনের জন্য নিউজ চ্যানেলগুলির রেটিং পয়েন্ট বন্ধ রাখছে বার্ক(BARC)। দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রককের হাতে এই নিয়ে তাদের রিপোর্ট তুলে দিল প্রসার ভারতী সিইও শশী শেখর ভেম্পাতি-র কমিটি।
টাকা দিয়ে টিআরপি বা টেলিভিশন রেটিং পয়েন্ট বাড়ানোয় গত কয়েকমাস ধরে বিতর্কের মুখে পড়েছিল দেশের নামকরা নিউজ চ্যানেলগুলি। অভিযোগের আঙুল উঠেছিল রিপাবলিক-সহ বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দিকে৷ সেই নিয়েই ভিউয়ারশিপ পরিসংখ্যান আরও স্বচ্ছ, নির্ভুল, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করে তোলার উদ্দেশ্যে গত বছর ৪ নভেম্বর গঠিত হয়েছিল একটি কমিটি। কমিটির নেতৃত্বে ছিলেন প্রসার ভারতী সিইও শশী শেখর ভেম্পাতি। কমিটিতে অন্যান্য সদস্যরা হলেন আইআইটি কানপুরের প্রফেসর ডাক্তার শেইলভ, প্রফেসর পুলক ঘোষ এবং সি-ডটের রাজকুমার উপাধ্যায়। কমিটি দু’মাসের মধ্যে নিজেদের কাজ শেষ করে মঙ্গলবার তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর-এর হাতে তাদের রিপোর্ট তুলে দেন।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন, কমিটির রিপোর্টের বিষয়টি খতিয়ে দেখা হবে। তারপরেই পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। এরপরে যাতে লোক ঠকানোর বা জালিয়াতি করার কোন পথ না থাকে সে বিষয়ে কড়া পদক্ষেপ নেবে মন্ত্রক।