কলকাতা: আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল খাঁয়ের উপর হামলার ঘটনায় ফের রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন৷ প্রসঙ্গত, এই ঘটনায় আগের রিপোর্টে সুজাতার দিকে বাঁশ নিয়ে তেড়ে যাওয়ার কোনও উল্লেখ ছিল না৷ সেই কারণেই নতুন করে পুলিশের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে বলেই সূত্রের খবর৷
আরও পড়ুন- ডোমজুড়ে রাজীবের সমর্থনে মিঠুনের রোড শোয়ে হামলা, গাড়ি ভাঙচুর
আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল খাঁয়ের উপর হামলার ঘটনায় হুগলি জেলা পুলিশের পাঠানো রিপোর্ট নিয়ে প্রশ্ন তুলে ফের বিস্তারিত জানতে চেয়েছে নির্বাচন কমিশন। ভোটের দিন যে ভাবে বাঁশ নিয়ে সুজাতার উপর হমলা করা হয়েছিল, তা বিভিন্ন সংবাদমাধ্যমে সরাসরি দেখেছে রাজ্যের মানুষ৷ তাঁর মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়৷ কিন্তু জেলা পুলিশ সুপারের পাঠানো রিপোর্টে তার কোনও উল্লেখ নেই৷ কিন্তু কেন? তা জানতে চেয়েই প্রশ্ন তুলল কমিশন৷ আজ সন্ধে ৬ টার মধ্যে জেলা প্রশাসনকে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন- ভ্যাকসিন দিল্লি লুকিয়ে রেখেছে! কারণ খুঁজে বার করবই, বিস্ফোরক মমতা
তৃতীয় দফা ভোটের দিন উত্তপ্ত হয়ে ওঠে আরামবাগ৷ আক্রান্ত হন সুজাতা মণ্ডল খাঁ৷ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সুজাতার উপর ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটানো হয় ভয়ানক ভাবে৷ সুজাতাকে কার্যত বাঁশ, কুড়ুল এবং কাঠারি নিয়ে তাড়া করা হয়৷ কোনওমতে পালিয়ে বাঁচেন তিনি। এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে৷ যেখানে দেখা যায় একদল মানুষ সুজাতাকে তাড়া করছেন। তাদের কারুর হাতে রয়েছে বড় বড় বাঁশ, কারুর হাতে কাঠারি এবং কুড়ুল। শুধু পুরুষ নয়, বিক্ষোভ প্রদর্শন করছেন মহিলারাও। অভিযোগ, সুজাতা মণ্ডল নাকি খাঁ বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিয়েছেন৷ এমনকি ছেলে মেয়ে নির্বিশেষে সকলের গায়ে হাত তুলছেন! সেই প্রেক্ষিতেই তাঁকে কার্যত তাড়া করে এলাকা থেকে বের করে দেয় বিজেপি কর্মী এবং সমর্থকরা।