নন্দীগ্রামে মমতার অভিযোগ খারিজ কমিশনের! পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের!

নন্দীগ্রামে মমতার অভিযোগ খারিজ কমিশনের! পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের!

 

কলকাতা: নন্দীগ্রামের ভোটকেন্দ্রে ভোট দানের সময় যেসকল দাবি জানিয়ে কমিশনে চিঠি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তার পাল্টা জবাব দিল নির্বাচন কমিশন৷ নন্দীগ্রামের বোয়ালের সাত নম্বর বুথের প্রার্থী মমতা বন্দ্যেপাধ্যায়ের তোলা ছাপ্পা ভোটের অভিযোগ খারিজ করল কমিশন৷

প্রতিটি অভিযোগের ভিত্তিতে পুঙ্খানুপুঙ্খ জবাব দেওয়া হয় কমিশনের পক্ষ থেকে৷ একই সঙ্গে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, কেন্দ্রীয় বাহিনী কোনভাবেই ভোটারদের প্রভাবিত করেনি৷ ভোটদানের ক্ষেত্রেও বাধা দেওয়নি সাধারন ভোটারদের৷ মুখ্যমন্ত্রী অভিযোগ করেছিলেন, কেন্দ্রীয় বাহিনী ভোটারদের ভোটদানে বাধা দিচ্ছে ও প্রভাবিত করার চেষ্টা করছে৷ নির্বাচন কমিশনের সেক্রেটারি জেনারেল উমেশ সিনহা মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে জবাব পাঠিয়েছেন৷

পাশাপাশি মক পোলের সময় তিন দলের প্রতিনিধি উপস্থিত ছিল বলেও জানিয়েছে কমিশন৷ সেখানে বিজেপি, সিপিএম ও আরও এক রাজনৈতিক দলের প্রতিনিধি ছিলেন৷ তাদের উপস্থিতিতেই শান্তিপূর্ণ ভোটদান শুরু হয়েছে বলেও কমিশন জানিয়েছে৷ ভিডিও ফুটেজের কথা উল্লেখ করে বুথে পোলিং এজেন্ট না থাকার তৃণমূলের অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করে কমিশন৷ বিশেষ পর্যবেক্ষক অজয় ​​নায়ক (জেনারেল) এবং বিবেক দুবে (পুলিশ) শনিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ নিয়ে ইসির কাছে একটি চূড়ান্ত রিপোর্ট জমা দিয়েছিলেন৷ তার ভিত্তিতেই এই চিঠি লেখা হয় কমিশনের পক্ষ থেকে৷ কমিশনের এই দাবি পক্ষপাতদুষ্ট বলে মন্তব্য করেছেন তৃণমূলের মুখোপাত্র কুণাল ঘোষ৷ জানান, মুখ্যমন্ত্রীর সমস্ত অভিযোগ সঠিক৷ কমিশন পক্ষপাতদুষ্ট আচারণ করছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + 10 =