কলকাতা: ভবানীপুরের উপনির্বাচনে শাসকদলের বিরুদ্ধে বিজেপি’র আনা সব কটি অভিযোগ খারিজ করে দিল নির্বাচন কমিশন। আজ সকাল থেকে মোট ২৩টি নিয়ম ভঙ্গের অভিযোগ আনে বিজেপি৷ ওয়েব ক্যামেরার মাধ্যমে প্রত্যেকটি অভিযোগ খতিয়ে দেখেন দক্ষিণ কলকাতা জেলা নির্বাচনী আধিকারিক৷ এর পরেই যাবতীয় অভিযোগ ভিত্তিহীন বলে উল্লেখ করে কমিশনে রিপোর্ট দেন৷ এমনটাই মুখ্য নির্বাচনি আধিকারিক দফতর সূত্রে খবর।
আরও পড়ুন- প্রিয়াঙ্কা চাইলে ওঁকে একটা চকলেট খাওয়াতে পারি! বললেন মদন
উল্টে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল যে ভাবে সশস্ত্র নিরাপত্তারক্ষী নিয়ে বুথে ঢুকেছেন, কমিশন সেই বিষয়টি খতিয়ে দেখছে বলে সূত্রের খবর। এদিন সকালে ভোট শুরু হতেই ভবানীপুরের ১২৬ নম্বর বুথে রিগিং-এর অভিযোগ তুলেছিলেন৷ পরে কমিশন জানায়, মক পোলের জন্য ওই বুথে ভোট হতে দেরী হয়েছে৷ কোনও অশান্তি হয়নি৷ বুথ জ্যামের অভিযোগ তুলে প্রিয়াঙ্কা বলেছিলেন, ‘‘এখন সাড়ে সাতটা বাজে৷ এখনও এখানে মেশিন জ্যাম করে রাখা হয়েছে৷ ভোট শুরু করা হচ্ছে না৷ মেশিন খারাপ থাকলে পাল্টে দাও৷ মেশিন ঠিক রয়েছে না খারাপ সকাল ছটা থেকে সেটাই দেখার ডিউটি তাঁদের৷’’