command hospital
কলকাতা: অতিরিক্ত চাপ রয়েছে। ভর্তি নেওয়া সম্ভব নয়৷ এমনটা জানিয়েই রেশন বণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ভর্তি নিতে চাইল না কম্যান্ড হাসপাতাল।
শুক্রবার ইডি-র উদ্দেশে ব্যাঙ্কশাল আদালতের নির্দেশ ছিল, জ্যোতিপ্রিয়ের শারীরিক পরিস্থিতি স্থিতিশীল হলে এবং তদন্তকারী আধিকারিক চাইলে তাঁকে কম্যান্ড হাসপাতালে স্থানান্তরিত করতে পারে। বিচারককে সেই নির্দেশ বদলের আর্জি জানিয়ে শনিবার আদালতের দ্বারস্থ হন কম্যান্ড হাসপাতাল কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য, ইতিমধ্যেই তাদের হাসপাতালে রোগীর চাপ রয়েছে। তা ছাড়া এই হাসপাতালে মূলত সেনাকর্মী, সেনা আধিকারিক এবং তাঁদের পরিবারের সদস্যদের চিকিৎসা করা হয়। যাঁরা যুদ্ধে যান, দেশের সেবা করেন, মূলত তাঁদের জন্যই কম্যান্ড হাসপাতাল৷ সর্বসাধারণের জন্য নয়৷
হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, এই পরিস্থিতিতে নতুন করে কোনও রোগী ভর্তি নেওয়া তাঁদের পক্ষে সম্ভব নয়৷ হাসপাতালের উপর চাপ বোঝাতে কর্তৃপক্ষ আদালতে জানান, তাদের উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যের অবসরপ্রাপ্ত সেনাকর্মীদেরও স্বাস্থ্য পরিষেবা দিতে হয়। এর পরই হাসপাতাল কর্তৃপক্ষের উদ্দেশে বিচারক বলেন, “আপনারা দেশ সেবার কথা বলছেন। হাসপাতাল তো মানুষেরই জন্য।” কম্যান্ড কর্তৃপক্ষ তাঁদের আবেদন নিয়ে উচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলেও সূত্রের খবর।