মাদক কাণ্ডে গ্রেফতার কমেডিয়ান ভারতী সিং! উদ্ধার বিপুল গাঁজা

সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর পর বলিউড তারকাদের মাদক সেবনের বিষয়টি একেবারে সামনে চলে এসেছে।

 

মুম্বই: বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আকস্মিক মৃত্যুর পর বলিউড তারকাদের মাদক সেবনের বিষয়টি একেবারে সামনে চলে এসেছে। এই প্রেক্ষিতে ইতিমধ্যেই হিন্দি সিনেমা জগতের একাধিক জনপ্রিয় অভিনেতাদের জেরা করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এবার বলিউডের মাদক কাণ্ডে গ্রেফতার হলেন জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং! এ দিন সকালেই তার মুম্বাইয়ের ফ্ল্যাটে হানা দেয় এনসিবি। দীর্ঘ ছাড়ার পর অবশেষে তাঁকে গ্রেফতার করা হয়।

এদিন তদন্তকারী একটি দল দীর্ঘ সময় ধরে ভারতী এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়াকে জেরা করেন। সূত্রের খবর, দুজনেই গাঁজা সেবনের কথা স্বীকার করে নিয়েছেন, পাশাপাশি তাদের ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়েছে গাঁজা। পরবর্তী ক্ষেত্রে ভারতী সিং কে গ্রেফতার করে এনসিবি। তবে এখনো তার স্বামী হর্ষের যেটা চলছে। জানা গিয়েছে, গোপন সূত্রের খবর পেয়েই ভারতী সিংয়ের আন্ধেরিতে লোখান্ডাওয়া কমপ্লেক্সের ফ্ল্যাটে তল্লাশি চালায় জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ের এনসিবির একটি দল।

ভারতী সিংয়ের বাড়ি ছাড়াও শহরের আরও তিনটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়। উল্লেখ্য, কমেডি মঞ্চে তো বটেই, ঝলক দিখলা যা, নাচ বালিয়ে ও অন্যান্য টিভি শোতেও দেখা গিয়েছে ভারতীকে। ভারতীয় টেলিভিশনে ভারতীর মুখ অতিপরিচিত। ২০১৭ সালে, ৩ ডিসেম্বর ভারতী সিং চিত্রানাট্যকার হর্ষ লিম্বাচিয়াকে বিয়ে করেন। এখন আপাতত একটি নাচের রিয়ালিটি শোতেও সঞ্চালকের ভূমিকায় রয়েছেন কমেডি ক্যুইন ভারতী ও তাঁর স্বামী হর্ষ।

 এর আগে, মাদকচক্র যোগে অর্জুন রামপালের নামও জড়িয়েছে। বলিউড অভিনেতার মুম্বইয়ের বাড়িতে হানাও দিয়েছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। এরপর প্রেমিকা গ্যাব্রিয়েল দিমেত্রিয়াদেস-সহ অর্জুনকেও তলব করেছিল এনসিবি। সেখানে প্রায় সাত ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর তাঁর বান্ধবী রিয়া সহ শ্রদ্ধা কাপুর, দীপিকা পাদুকোন, রকুলপ্রীত সিংসহ একাধিক বলিউড তারকাদের জেরা করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 − 2 =