নয়াদিল্লি: বিহার বিধানসভা নির্বাচনে আবারও জিতেছে বিজেপি জোট। ফের একবার মুখ্যমন্ত্রী পদে বসতে চলেছেন নীতীশ কুমার। তেজস্বী যাদবের দলের সঙ্গে জোট করেও বিহার দখল করতে পারেনি কংগ্রেস। তেজস্বী দল দুর্দান্ত ফল করলেও, কংগ্রেসের ব্যর্থতায় মহাজোট হেরেছে তা বলতে বাধা নেই। তবে হারার পরেও হাল ছাড়তে রাজি নয় ‘হাত’। নীতীশ কুমারকে অভিনব প্রস্তাব দিলে তারা।
কংগ্রেসের তরফ থেকে নীতীশ কুমারকে প্রস্তাব দেওয়া হয়েছে, তিনি যাতে বিজেপির সঙ্গে জোট ভেঙে মহাজোটে চলে আসেন। কংগ্রেস দাবি করেছে, বিজেপির সঙ্গে থাকলে শেষ হয়ে যাবেন নীতীশ কুমার। তাই তার জন্য সবচেয়ে ভালো তখনই হবে যখন তিনি মহাজোটে নাম লেখাবেন। কংগ্রেস নেতা দ্বিগ্বিজয় সিং বলেন, বিহারের মত ছোট পরিসরে নীতীশ কুমারকে মানায় না, তিনি আদতে জাতীয় রাজনীতির লোক। তাই, বেশি চিন্তা না করেই তার বিজেপি জোট ছেড়ে বেরিয়ে আসা উচিত। কংগ্রেসের এই প্রস্তাব দেওয়ার পিছনে যুক্তি যে নেই তা বলা যাবে না। কারণ নির্দিষ্ট দল হিসেবে বিজেপির থেকে অনেক বেশী পিছিয়ে রয়েছেন নীতীশ কুমার।
বিহারের নির্বাচনী বিজেপি জোট জিতে পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন সেই নীতীশ। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, তারা প্রতিশ্রুতি রাখবে এবং প্রতিশ্রুতি অনুযায়ী নীতীশ কুমারই পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন বিহারের। কিন্তু দলগত নিরিখে নীতীশের দল বিজেপির থেকে অনেক পিছিয়ে, সেই কারণে জল্পনা তৈরি হয়েছিল আজও তাঁকে মুখ্যমন্ত্রী করবে কিনা বিজেপি। এদিকে মুখ্যমন্ত্রী হওয়ার পরেও নীতীশ কুমারের জোর কতটা খাটবে তা নিয়ে সংশয় রয়েছে। এই প্রেক্ষিতেই কংগ্রেস তাকে মহাজোটে আসার প্রস্তাব দিয়েছে। বিহার নির্বাচনের ফলাফলের পরে বিজেপিকে কটাক্ষ করে কংগ্রেস বর্ষীয়ান নেতা দ্বিগ্বিজয় নীতীশ কুমারের উদ্দেশ্যে বলেন, বিজেপি একটা পরজীবী, যার সাহায্যে উন্নতি করে, তাকেই শেষ করে দেয়। তাঁকেও বিজেপি শেষ করে দেবে বলে দাবি করেন তিনি।