ব্রেকিং: কবে খুলবে কলেজ-বিশ্ববিদ্যালয়? সিলেবাসে বড় সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর বৈঠকে!

ব্রেকিং: কবে খুলবে কলেজ-বিশ্ববিদ্যালয়? সিলেবাসে বড় সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর বৈঠকে!

কলকাতা: পরিকল্পনা ছিল, ডিসেম্বর থেকে শুরু হবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠান৷ কিন্তু, করোনা পরিস্থিতি বিবেচনা করে আগের সিদ্ধান্ত থেকে কিছুটা পিছু হটল উচ্চ শিক্ষা দফতর৷ ফলে, এখনই খুলছে না কলেজ ও বিশ্ববিদ্যালয়৷ সশরীরে ক্যাম্পাসে গিয়ে পঠন-পাঠনের পক্ষে এখনই যেতে নারাজ রাজ্য৷ তবে অনলাইনে পঠন-পাঠন চলবে৷ প্রযোজনে কমতে পারে সিলেবাস৷ ডিসেম্বর থেকে কলেজ খোলার পরিকল্পনা থাকলেও আজ উপাচার্যদের সঙ্গে বৈঠক শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷

এর আগে শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন, পরিস্থিতি ঠিকঠাক থাকলে ডিসেম্বর থেকেই কলেজ-বিশ্ববিদ্যালয়ের পঠন-পাঠন শুরু হয়ে যেতে পারে৷ কিন্তু করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এখনই সশরীরে ক্লাসের পক্ষে হাঁটছে না রাজ্য৷ আপাতত পঠনপাঠন চলবে অনলাইনেই৷ শিক্ষামন্ত্রী ও উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷ প্রথম সেমিস্টার অনলাইনে করা ভাবনাচিন্তা শুরু হয়েছে৷সিলেবাসে কাটছাঁট করা যায় কিনা সে নিয়ে পর্যালোচনা শুরু হচ্ছে বলে সূত্রের খবর৷ একই সঙ্গে বাড়তে পারে প্রথম বর্ষের ভর্তি সময়সীমা৷

আজ শিক্ষামন্ত্রী বাড়ি থেকে ভার্চুয়ালে উপাচার্যের সঙ্গে বৈঠক করেন৷ সমস্ত উপাচার্য এই ভার্চুয়াল বৈঠকে অংশ নেন৷ সূত্রের খবর, সেখানে সিদ্ধান্ত হয়েছে, সরকার আগে পরিকল্পনা করেছিল, ডিসেম্বর মাসে সশরীরে ক্লাস শুরু হবে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের৷ কিন্তু করোনা পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এখনই সশরীরে কলেজ-বিশ্ববিদ্যালয় ক্লাস নেওয়া যাবে না৷ মূলত অনলাইনে তা হবে৷ এমনকি প্রথম সেমিস্টারের পরীক্ষা অনলাইনে নেওয়া যায় কি না তা নিয়ে শুরু হয়েছে চিন্তাভাবনা৷ যেহেতু এখন অনলাইনে ক্লাস হচ্ছে, সিলেবাস শেষ করতে গিয়ে যদি কোনও সমস্যা হয়, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের সিলেবাস কাটছাঁট করতে পারে বলেও নেওয়া হয়েছে সিদ্ধান্ত৷

জানা গিয়েছে, যে সমস্ত কলেজে ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার পরও আসন ফাঁকা থেকে গিয়েছে, সেখানে নতুন করে ভর্তির সুযোগ দেওয়া হতে পারে৷ কলেজের ফাঁকা আসনে নতুন করে ভর্তির মেয়াদ আরও কিছুটা বাড়ানোর পক্ষে সওয়াল করা হয়েছে বলে সূত্রের খবর৷ সব মিলিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কলেজ-বিশ্ববিদ্যালয়ে করোনা পরিস্থিতি বিবেচনা করে সরাসরি ক্লাস হচ্ছে না৷ আগামী ডিসেম্বর মাসও কলেজ-বিশ্ববিদ্যালয়গুলি বন্ধ থাকাছে, তা আজ পরিস্কার হয়ে গিয়েছে বৈঠকে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 + four =