কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান, তোপ বিজেপি’কে

কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসায় মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান, তোপ বিজেপি’কে

নন্দীগ্রাম:  ভোটের হাওয়ায় তপ্ত নন্দীগ্রাম৷ এরই মধ্যে সিআরপিএফ-এর সঙ্গে বচসায় জড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট৷  এপ্রসঙ্গে তিনি বলেন, সিআরপিএফ বুথে প্রিসাইডিং অফিসারের সঙ্গে দেখা করতে বাধা দেওয়াতেই বচসা বাধে৷ সিআরপিএফ জানায়, প্রিসাইডিং অফিসারের সঙ্গে কথা বলার অধিকার নেই তাঁর৷ এর জবাবে শেখ সুফিয়ান বলেন, কেন অধিকার নেই? আমি মুখ্য নির্বাচনী এজেন্ট৷ আমার অধিকার আছে৷ সিআরপিএফ-এর সঙ্গে এই বিষয়েই কথা কাটাকাটি হয় এবং প্রিসাইডিং অফিসারের সঙ্গে দেখাও করি৷ 

আরও পড়ুন- রাত থেকে বিজেপি প্রার্থী চূড়ান্ত অসভ্যতামি, তাণ্ডব করছে! শুভেন্দুকে কটাক্ষ মমতার

 

তাঁর কথায়, সিআরপিএফ আসলে বিজেপি’রই লোক৷ বিজেপি’র সমর্থন করতে গেলে আমাদের অসম্মানিত করতে চাইবেই৷ বিজেপি’র হাতেই সিআরপিএফ৷ ওদের হাতেই নির্বাচন কমিশন৷ তা হলেও এটা জনগনের ভোট৷ জনগণ ভোট দেবে৷ এবং আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই ভোটে জিতবেন৷ এদিকে তৃণমূলের হুমকি সহ্য করতে না পেরে বিজেপি কর্মী আত্মঘাতী হয়েছে বলে যে অভিযোগ উঠেছে সে প্রসঙ্গে শেখ সুফিয়ান বলেন, এটা চরম মিথ্যে কথা৷ সবটাই বানানো৷ উনি আসলে বিজেপি’র লোকই নন৷ উনি ছিলেন সিপিএমের লোক৷ পারিবারিক গন্ডোগোলের জেরেই মানুষ আত্মহত্যা করে৷ হুমকি পেয়ে কেউ কোনও দিন আত্মহত্যা করে? এমন মুর্খের মতো কথা বলা বিজেপি’র পক্ষেই সম্ভব৷

শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তোপ দেগেও তিনি বলেন,  এখানে যে মিথ্যে অধিকারী  আছেন, উনি সারা জীবন মিথ্যে কথা বলে একটা জায়গা তৈরি করেছেন৷ ওই মিথ্যে কথার ফাঁদে পা দেবেন না৷ পারিবারিক কারণেই আত্মহত্যা করেছে৷ এখন তৃমূলের উপর তার দায় চাপানোর চেষ্টা চলছে৷ কারণ আজ নন্দীগ্রামে নির্বাচন৷ এখানে অধিকাংশ বুথে এজেন্ট দিতে পারেনি বিজেপি৷ হারের মুখে মৃত্যু নিয়ে রাজনীতি করবেই৷ তাঁর কথায়, তৃণমূল বাইক বাহিনী নিয়েও মিথ্যে কথা বলছে৷ বাইক বাহিনী নিয়ে তৃণমূল রাজনীতি করে না৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 5 =