Mamata
কলকাতা: দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙার জন্য বলেছিল ভারতীয় রেল। কিন্তু প্রাণ থাকতে তিনি স্কাইওয়াক ভাঙতে দেবেন না৷ সাফ জানিয়ে দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর কথায়, ‘‘শেষ রক্তবিন্দু থাকতে দক্ষিণেশ্বরের স্কাইওয়াক ভাঙতে দেব না।’’ তিনি বলেন, ‘‘৮-১০টা বৈঠক করে,অনেক কষ্ট করে এই স্কাই ওয়াক বানিয়েছি। ওই এলাকায় অনেক হকার ছিলেন। তাঁদের সকলকে বুঝিয়ে, বিকল্প ব্যবস্থা করে তারপর এই স্কাই ওয়াক তৈরি করা হয়েছে। এই স্কাই ওয়াক আমার হৃদয়ের একটা মণি-মুক্তোর মতো।’ কথার ঝাঁঝ বাড়িয়েই মুখ্যমন্ত্রী বলেন, ‘এদের ঔদ্ধত্য দেখে আমি অবাক হয়ে যাই। হাত দিচ্ছে কোথায়! হাত দিচ্ছে দক্ষিণেশ্বরে। ক’দিন বাদে বলবে কালীঘাটটা দিয়ে দাও! শুনব না। যদি আমাকে বলে নাখোদা মসজিদ ভেঙে দাও আমি থোড়াই শুনব? এগুলো আমি মানতে বাধ্য নই। মানব না। যদি ওদের কোনও রকম জট হয় সেই জট আমি দূর করব। দরকারে আমার সঙ্গে বসুন। আমি অন্য রুট দেখিয়ে দেব। রুট বদলাতে সাহায্য করব। এমন আগেও অনেক করেছি।’’ (Mamata)
আমি রেলমন্ত্রী ছিলাম Mamata
তিনি সাফ বলেন, ‘‘আমি রেলমন্ত্রী ছিলাম৷ কোনও সমস্যা হলে কী ভাবে সামলাতে হয় আমি জানি। বাংলায় মেট্রো জোন আমি তৈরি করেছিলাম। দিল্লির মেট্রোর সমস্যা আমি দূর করেছিলাম। আমি না থাকলে দিল্লি মেট্রোই হত না। জট ছিল। আমি ডেকে সমাধান করেছিলাম। এখনও করতে পারি। তবে শুধু ম্যাপ নিয়ে বসলে হবে না। সরেজমিনে সার্ভে করতে হবে। তার পর সিদ্ধান্ত নিতে হবে। ’’