রাজভোগ নেই, আছে শুধু কাঁচকলা! কেন্দ্রের প্যাকেজে কটাক্ষ মমতার

চতুর্থ দফার লকডাউন নিয়ে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্র সরকারের নির্দেশমতো ৩১ মে পর্যন্ত লকডাউন জারি থাকলেও রাজ্যে শিথিল করা হবে বেশ কিছু নিয়মকানুন। এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রীর ২০ লক্ষ কোটি টাকা আর্থিক প্যাকেজকে আরও একবার কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। 'কাঁচকলা' বলে উল্লেখ করলেন তিনি।

কলকাতা: চতুর্থ দফার লকডাউন নিয়ে নবান্ন থেকে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কেন্দ্র সরকারের নির্দেশমতো ৩১ মে পর্যন্ত লকডাউন জারি থাকলেও রাজ্যে শিথিল করা হবে বেশ কিছু নিয়মকানুন। এই প্রসঙ্গেই প্রধানমন্ত্রীর ২০ লক্ষ কোটি টাকা আর্থিক প্যাকেজকে আরও একবার কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী। 'কাঁচকলা' বলে উল্লেখ করলেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২০ লক্ষ কোটি টাকা আর্থিক প্যাকেজের প্রথম দফার পর মমতা বন্দ্যোপাধ্যায় 'বিগ জিরো' ও 'অশ্বডিম্ব' বলে কটাক্ষ করেছিলেন। সোমবার সাংবাদিক বৈঠকে একই সুর শোনা গেল সাংবাদিক বৈঠকে। চতুর্থ দফার লকডাউন সংক্রান্ত বিষয় নিয়ে রাজ্যের সিদ্ধান্তের শেষে আর্থিক প্যাকেজকে ফের 'বিগ জিরো' বললেন তিনি। এদিন তিনি বলেন, 'চারদিন ধরে আপনারা অনেক রসগোল্লা, রাজভোগ, বিরিয়ানি, বোঁদে অনেককিছু দেখলেন। চারদিনে চাররকম সাংবাদিক বৈঠক। ঘণ্টার পর ঘণ্টা। সব রাজ্যকে নাকি ওরা ৩-৫ শতাংশ ঋণ (এফআরবিএম অ্যাক্ট) বাড়িয়ে দিচ্ছে। আমি আপনাদের বলি, আসলে আমরা পাব ০.৫ শতাংশ। ১.৫ শতাংশ কেন পাব না? কারণ, কতগুলি শর্ত দেওয়া হয়েছে। সেই শর্তগুলি যদি আমি মানি তাহলে আমার রাজ্যের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ক্ষতি হবে। আর যদি আমি না মানি, তাহলে আমি পাব না। আমি মনে করি, মাথা নত না করে মাথা উঁচু করে চলাই বেশি ভাল। রাজ্য সরকারের কাজে অহেতুক নাক গলানো এই সময়ে ঠিক নয়।'

এদিন তিনি মানবিক সরকার মানুষের হয়েই কাজ করবেন বলে উল্লেখ করেছেন। মানুষের সঙ্গে থেকে যে ক্ষমতা লাভবান হয়, তিনি তাঁর পক্ষে বলে জানিয়েছেন। কেন্দ্রের বিরুদ্ধে তোপ দেগে মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, 'আমাকে যদি বলে, তোমার বিদ্যুৎ আমি সবটা নিয়ে নেব। আমি বলব পারব না। আমাকে যদি কেউ বলে আর্বান ট্যাক্স বাড়াও, তাতেও আমি বলব পারব না।' এর আগেই আর্থিক প্যাকেজকে মানুষকে বোকা বানানোর কৌশল বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, 'না আছে রাজভোগ, না আছে রসগোল্লা। না আছে জিলিপি, আছে শুধু কাঁচকলা।'

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *