সন্দেশখালি ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, রাজ্যপালের সফর নিয়ে কী বললেন মমতা?

সন্দেশখালি ইস্যুতে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, রাজ্যপালের সফর নিয়ে কী বললেন মমতা?

mamata banerjee

কলকাতা:  সন্দেশখালিকাণ্ডে গোটা রাজ্য যখন তোলপাড়, তখন মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সোমবার হুগলির আরামবাগে সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি রাখা হয়েছে৷ সেখানে যাওয়ার পথে হাওড়ার ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ডে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী৷ তিনি জানান, রাজ্য সরকার সন্দেশখালি ঘটনায় প্রয়োজনীয় পদক্ষেপ করছে। রাজ্য মহিলা কমিশনকে সন্দেশখালিতে পাঠানো হয়েছে। ইতিমধ্যে অভিযুক্তদেরও গ্রেফতার করেছে পুলিশ।

কেরল সফর কাটছাঁট করে সোমবার রাজ্যপাল সিভি আনন্দ বোসের সন্দেশখালি সফর নিয়েও মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘‘যে যেখানে খুশি যেতে পারেন। আমিও রাজ্য মহিলা কমিশনকে যেতে বলেছিলাম। ওরা দেখে এসে রিপোর্টও দিয়েছে।’’ তিনি আরও বলেন, ‘‘যাদের বিরুদ্ধে ক্ষোভ, তাদেরও গ্রেফতার করেছে পুলিশ।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − four =