শিশুকে আদর, অসুস্থ বৃদ্ধের খোঁজ, আলিপুরদুয়ারে পৌঁছে পায়ে হেঁটে জনসংযোগ মমতার

শিশুকে আদর, অসুস্থ বৃদ্ধের খোঁজ, আলিপুরদুয়ারে পৌঁছে পায়ে হেঁটে জনসংযোগ মমতার

Mamata

আলিপুরদুয়ার: পাহাড়ের মেয়েকে বউ করে এনেছেন মুখ্যমন্ত্রী৷ ভাইপোর বিয়ে উপলক্ষে উত্তরবঙ্গে উড়ে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি সারেন জনসংযোগ ও একাধিক প্রশাসনিক বৈঠক৷ পাহাড়ের চা শ্রমিকদের মাঝে পৌঁছে চা পাতা তোলাও শেখেন তিনি৷ মকাইবাড়ি চা বাগানে গিয়ে চা শ্রমিকদের পোশাকে চা পাতা তোলেন তিনি। সেই ফাঁকেই শোনেন শ্রমিকদের সমস্যার কথা৷ শনিবার ডুয়ার্সে একইভাবে জনসংযোগ করতে দেখা গেল মমতাকে।

আলিপুরদুয়ার সার্কিট হাউসে পৌঁছনোর কিছুক্ষণ পরই তিনি শহরে বেরিয়ে পড়েন। কলেজ হল্ট হয়ে বক্সাফিডার রোড ধরে পায়ে হেঁটেই ঘোরেন৷  সেখান থেকে সোজা চলে যান ডুয়ার্সকন্যায়৷  এদিন প্রায় ঘণ্টাখানেক পাহাড়ি পথে হাঁটেন মুখ্যমন্ত্রী৷

শনিবার আলিপুরদুয়ার জেলা প্রেস ক্লাবের ভবন নিয়ে জেলাশাসকের সঙ্গেও কথা হয় তাঁর। ভবন তৈরিতে কেন এত সময় লাগছে, তা জানতে চান মুখ্যমন্ত্রী৷ তাঁকে দেখার জন্য এদিন রাস্তার দু’পাশে ভিড় জমান সাধারণ মানুষ। রাস্তার ধারে এক বৃদ্ধকে বসে থাকতে দেখেন তিনি। চোখে মুখে অসুস্থতার ছাপ৷ তাঁর কাছে এগিয়ে গিয়ে খোঁজখবর নেন মুখ্যমন্ত্রী। আদর করেন পথে দাঁড়িয়ে থাকা শিশুকেও৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − seven =