মুখ্যমন্ত্রীর হাতেই শুভেন্দুর ৩ দফতর! বিচ্ছন্ন হচ্ছে দলীয় যোগাযোগ!

মুখ্যমন্ত্রীর হাতেই শুভেন্দুর ৩ দফতর! বিচ্ছন্ন হচ্ছে দলীয় যোগাযোগ!

 

 কলকাতা: সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন শুভেন্দু অধিকারী৷ শুভেন্দুর ফেলে যাওয়া পদে কাকে দায়িত্ব দেওয়া হবে তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা৷ এবার সেই সমস্ত জল্পনার অবসান ঘটালেন খোদ রাজ্যপাল৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তে এবার চূড়ান্ত অনুমোদন দিলেন রাজ্যপাল৷ অন্যদিকে শুভেন্দু অধিকারীর সঙ্গে আপাতত আর কোনও যোগাযোগ করবে না বলে বলে দলীয় সূত্রে খবর৷

রাজভবন সূত্রে খবর, শুভেন্দু অধিকারীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাজ্যপাল৷ শুভেন্দু অধিকারীর ফেলে যাওয়া ৩টি দফতর আপাতত মুখ্যমন্ত্রী নিজেই সামলাবেন রাজ্যপালকে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত সীলমোহর দিয়েছেন রাজ্যপাল৷  প্রথা অনুযায়ী শুভেন্দু অধিকারী পদত্যাগপত্র গ্রহণের পর রাজ্যপালের কাছে তা পাঠানো হয়৷ রাজ্যপাল পদত্যাগপত্রে অনুমোদন দিয়েছেন৷ আজ মুখ্যমন্ত্রীর বাড়িতে ডাকা জরুরি বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, শুভেন্দুর হাতে থাকে তিনটি দফতর থাকবে মুখ্যমন্ত্রীর হাতেই৷ অন্যদিকে, তৃণমূল সূত্রে খবর, আপাতত শুভেন্দু অধিকারীর সঙ্গে দলগতভাবে আরও কোনও যোগাযোগ করা হবে না৷ -ফাইল ছবি৷

 আজ সকালে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে মন্ত্রি পদ থেকে নিজের ইস্তফা পাঠিয়ে দেন শুভেন্দু অধিকারী৷ সকালেই সেই ইস্তফাপত্রের প্রাপ্তি স্বীকার করেন রাজ্যপাল৷ পরে প্রটোকল অনুযায়ী রাজ্যপালের কাছে সেই ইস্তফাপত্র পাঠানো হয়৷ তাতে অনুমোদন দেন রাজ্যপাল৷ শুভেন্দুর ইস্তফার পর আজ কালীঘাটের বাড়িতে বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী৷ সেখানে ডাকা হয় গুরুত্বপূর্ণ পদাধিকারীদের৷ সেখানে দফতর বণ্টন নিয়ে আলোচনা হয় বলে খবর৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 15 =