পশ্চিমী ঝঞ্ঝা-পূবালি হাওয়ার সংঘাত! বৃষ্টি নামবে কলকাতা-সহ ৮ জেলায়

পশ্চিমী ঝঞ্ঝা-পূবালি হাওয়ার সংঘাত! বৃষ্টি নামবে কলকাতা-সহ ৮ জেলায়

cloudy weather

কলকাতা: বসন্তের শুরুতেই অকাল বৃষ্টিতে ভিজেছে মহানগরী। শীত-বসন্তের সন্ধিক্ষণে বারবার হাওয়া বদল ঘটেছে রাজ্যে৷ পারদের ওঠানামা চলছেই। দিনের বেলা বেশ ভালোই গরম লাগছে৷ তবে ভোরের দিকে পারদ নামছে ঝপ করে। এরই মধ্যে আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, পশ্চিমী ঝঞ্ঝা ও পূবালি হওয়ার সংঘাতে দুর্যোগের সম্ভাবনা বাড়ছে জেলায় জেলায়। উপকূলের জেলাগুলিতে ঝড়বৃষ্টি সম্ভাবনা বেশি রয়েছে৷ তবে ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণের বাকি জেলাগুলিও৷  আগামী কয়েকদিন হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া।

পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও৷ সন্ধের দিকে ঝিরিঝিরে বৃষ্টি নামতে পারে শহরে। তবে রবিবার থেকে বদল আসবে আবহাওয়ায়। আকাশ পরিষ্কার হয়ে যাবে৷ বাতাসের আর্দ্রতার পরিমাণও কমবে। সেই সঙ্গে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। তবে রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে৷ সোমবার বৃষ্টি বাড়বে পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায়। মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দুর্যোগ থাকবে৷ উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে, তবে তা সমতলের চেয়ে কম৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =