closed door
কলকাতা: প্রাথমিকে নিয়োগ ‘দুর্নীতি’ মামলায় কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে শুরু রুদ্ধদ্বার শুনানি। মঙ্গলবার এই মামলায় জড়িত যাঁদের যাঁদের বিচারপতি হাজিরা দিতে বলেছিলেন, তাঁরা সকলেই এজলাসে উপস্থিত রয়েছেন। এদিন বাইরের কাউকে এজলাসে ঢোকার অনুমতি দেওয়া হয়নি।
উপস্থিত রয়েছেন ভয়েস স্যাম্পল টেস্ট বিশেষজ্ঞ চিকিৎসক, ইডির জয়েন ডিরেক্টর, মামলাকারীর আইনজীবী, সিবিআই এবং ইডির আইনজীবীরা৷ নিয়োগ মামলায় জড়িত সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কন্ঠস্বরে নমুনা কেন নেওয়া যাচ্ছে না সেটা জানতেই এদিন মূলত জয়েন ডিরেক্টর ইডি এবং ইএসআই হাসপাতালের চিকিৎসককে ডেকে পাঠান বিচারপতি সিনহা৷
এছাড়াও লিপ্স অ্যান্ড বাউন্ডস সংস্থা এবং তার সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত রিপোর্টের বিষয়ে ইডি আধিকারিককে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা। তাঁকে ওই বিষয়ে প্রশ্ন করা হতে পারে।