করোনা জুজুতে তটস্থ নবান্ন, হোম কোয়ারেন্টিনে সস্ত্রীক স্বরাষ্ট্র সচিব

করোনা জুজুতে তটস্থ নবান্ন, হোম কোয়ারেন্টিনে সস্ত্রীক স্বরাষ্ট্র সচিব

da318865ba8a9fbe295ea334d893b90c

কলকাতা: রাজ্যের প্রথম করোনা আক্রান্তের খোঁজ মিলতে নতুন করে সাড়া পড়ে গিয়েছে সর্বত্র। ঘটনাচক্রে রাজ্যে নভেল করোনা ভাইরাসের প্রথম আক্রান্তের সঙ্গে   জড়িয়ে গিয়েছে রাজ্যের সচিবালয় নবান্ন এবং রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের একাংশের নাম। যার জেরে চূড়ান্ত সতর্কতা জারি হয়েছে সচিবালয়ে। রোগ ছড়ানোর আশঙ্কা রুখতে একাধিক পদক্ষেপ করা হয়েছে রাজ্য সরকারের তরফে। হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে একাধিক কর্মী অধিকারিককে। স্বেচ্ছায় সস্ত্রীক গৃহবন্দি হয়েছেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

গতকালই রাজ্যে প্রথম করোনা আক্রান্ত ধরা পড়েছে। ওই তরুণের মা রাজ্য প্রশাসনের এক শীর্ষ আধিকারিক। তাঁর দপ্তর রাইটার্স বিল্ডিংয়ে।কিন্তু গত সোমবার ওই আধিকারিক নিজের দপ্তরের কাজে নবান্নে এসেছিলেন। সঙ্গে এসেছিল তাঁর ইংল্যান্ড ফেরত ছেলে।পরে সেই ছেলের করোনা সংক্রমণ ধরা পড়ায় আশঙ্কা ছড়িয়েছে  প্রশাসনের অলিন্দে।সম্ভাব্য সংক্রমণ রুখতে আজ সকাল থেকেই সক্রিয় হয়ে ওঠেন প্রশাসনের কর্তারা। নবান্নের প্রতিটি তল , সব ঘর এমনকি লিফট গুলিও জীবাণুমুক্ত করা হয়। সকালে পূর্ত দফতরের ৪টি দল জীবাণুমুক্ত করার কাজ শুরু করে। ১৪ তলায় মুখ্যমন্ত্রীর দফতর থেকে এই কাজ শুরু করা হয়। লিফট, প্যাসেজ, দরজার হাতল, আধিকারিক ও কর্মীদের ঘর জীবাণুমুক্ত করা হয়।

রাইটার্স বিল্ডিংয়ে আক্রান্ত তরুণের মায়ের অফিস সিল করে দেওয়া হয়েছে।ওই আধিকারিক ও তাঁর স্বামী আইসলেশনে আছেন।ওই মহিলার সঙ্গে কাজ করা কর্মীদের অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছে। গত সোমবার নবান্নে এসে ওই মহিলা রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেন।তাই তিনিও বিশেষ সতর্কতায় রয়েছেন বলে জানা গিয়েছে।গতকাল থেকে ছুটি নিয়ে বাড়িতেই আছেন তিনি।
   
তবে আক্রান্ত তরুণ ও তার পরিবারের আচরণ নিয়ে ক্ষুব্ধ প্রশাসনের একাংশ। ওই তরুণকে আগেই আইডি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হলেও তিনি তা অগ্রাহ্য করে বাড়ি চলে যান বলে জানা গিয়েছে। অসুস্থ হওয়ার পরেও তিনি ও তাঁর পরিবারের সদস্যরা কোন সাবধানতা অবলম্বন করেন নি বলে অভিযোগ।এর জেরে তাদের সংস্পর্শে আসা অনেকের মধ্যেই সংক্রমন ছড়াতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। তাদের দ্বায়িত্ব জ্ঞান হীনতার জন্য শাস্তির দাবিও করেছেন কেউ কেউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *