central force
কলকাতা: লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়নি এখনও৷ তার আগে রাজ্যে আসছে ১০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। শুক্রবারই রাজ্যে আসার কথা তাদের৷ জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে কেন্দ্রীয় জওয়ানদের থাকার বন্দোবস্ত করা হয়েছে। যার জেরে মাথায় উঠবে পঠনপাঠন৷ ইতিমধ্যেই বেশ কিছু স্কুলে আচমকাই ক্লাস সাসপেন্ড করা হয়েছে৷ এদিকে, এ বিষয়ে সম্পূর্ণ অন্ধকারে মধ্যশিক্ষা পর্ষদ৷
কেন্দ্রীয় বাহিনীর থাকার জন্য উত্তর কলকাতার বেথুন স্কুলে শিবির খোলা হয়েছে। স্থানীয় থানা থেকে এই মর্মে স্ুল কর্তৃপক্ষের কাছে নোটিসও পাঠানো হয়েছে। যার ফলে শুক্রবার থেকেই স্কুলের পঠনপাঠন বন্ধ করে দিয়েছেন কর্তৃপক্ষ। যদিও স্কুল সূত্রে খবর, শুক্রবার একাদশ শ্রেণির একটি পরীক্ষা রয়েছে স্কুলে। প্রধান ভবনে যথাসময়ে পরীক্ষাও নেওয়া হবে। তবে এছাড়া আর কোনও ক্লাস হবে না। তবে শুধু বেথুনই নয়, রাজ্য সরকারের একাধিক স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে থানা থেকে চিঠি পাঠানো হয়েছে৷ এর মধ্যে রয়েছে যাদবপুরের তিনটি স্কুল, উত্তরপাড়ার একটি স্কুল। রাজ্যের অন্যান্য জায়গায় বিভিন্ন স্কুলেও চিঠি পাঠানো হয়েছে৷