কলকাতা: মাধ্যমিকের ফল প্রকাশের দিন থেকে রাজ্যের সরকার পোষিত ও সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে শুরু হয়ে গিয়েছে একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া৷ কলকাতা ও জেলার বেশ কিছু স্কুলে শুক্রবার থেকেই ফর্ম দেওয়া হয়েছে। কোনও কোনও স্কুল আবার মেধার ভিত্তিতে নিজেদের ছাত্র-ছাত্রীদের সরাসরি ভর্তি করা শুরু করে দিয়েছে। তবে হিন্দু, হেয়ার, বেথুনের মত কয়েকটি সরকারি স্কুলে ভর্তি প্রক্রিয়া এখনও শুরু হয়নি৷ এই স্কুলগুলিতে কবে থেকে একাদশে ভর্তি শুরু হবে তা এখনও জানা যায়নি।
স্কুলশিক্ষা দফতর সূত্রে খবর, একাদশে ভর্তির বিষয়ে দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশের কিছুদিন পর থেকে সরকারি স্কুলগুলি একাদশ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারবে। তবে সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। কলকাতার যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য জানান, শুক্রবার তাঁদের স্কুলের ১০০ জন পড়ুয়াকে একাদশে ভর্তি নেওয়া হয়েছে। শনিবার থেকে ফর্ম তুলতে পারবে অন্য স্কুলের পড়ুয়ারাও। আরও এক নামী স্কুল যোধপুর পার্ক বয়েজ হাইস্কুলেও শুক্রবার থেকে সরাসরি ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। প্রধান শিক্ষক অমিত সেন মজুমদার বলেন, ‘‘যোগ্যতামানে উত্তীর্ণ হয়ে ৪০ জন ইতিমধ্যেই সরাসরি ভর্তি হয়ে গিয়েছে।’
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>