শীতলকুচি: চতুর্থ দফা ভোটে চরম উত্তপ্ত শীতলকুচি৷ ভয়ঙ্কর ঘটনার সাক্ষী থাকল জোড় পাটকি এলাকা৷ সিআরপিএফ-এর ছোড়া গুলিতে মৃত্যু হল চার জনের৷ মৃতদেহ হাসপাতালে নিয়ে আসা হয়েছে৷ তাঁরা সকলেই তৃণমূল সমর্থক বলে দাবি৷
আরও পড়ুন- ‘জাল’ ভোটার ধরলেন বাবুল! ব্যাপক উত্তেজনা টালিগঞ্জে
জানা গিয়েছে শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ ঘটনাটি ঘটে৷ অভিযোগ তৃণমূল কর্মীদের লক্ষ্য করে গুলি চালায় সিআরপিএফ-এর জওয়ানরা৷ পরিস্থিতি চরম উত্তপ্ত হয়ে ওঠে৷ এই গোলাগুলির জেরে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷ কারণ আরও কিছু কর্মী ঘটনাস্থলে রয়ে গিয়েছে বলে জানা গিয়েছে৷ তৃণমূল সমর্থকদের দাবি, এমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি যে গুলি চালাতে হবে৷ কিন্তু তা সত্ত্বেও গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী৷ নিহত এক তৃণমূল কর্মীর পরিবারের সদস্য বলেন, ‘‘আমাদের চোখের সামনে কেন্দ্রীয় বাহিনী গুলি চালিয়ছে৷ এই ঘটনাটি ঘটেছে মাদ্রাসার ১২৬ নম্বর বুথে৷’’ তাঁর অভিযোগ, গতকাল রাত থেকেই নেশা করে রয়েছে কেন্দ্রীয় বাহিনী৷ দাবি, সিআরপিএফ-কে মদ, মাংস খাইয়ে বিজেপি’র দালালি করানো হচ্ছে৷ আর নির্বাচন কমিশন নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে৷ যদিও এই ঘটনায় cisf -ই গুলি চালিয়েছে বলে জানিয়ে দিল কমিশন৷