২৫,৭৫৩ চাকরি বাতিল: শুনানির দিনক্ষণ জানাল সুপ্রিম কোর্ট, শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ

২৫,৭৫৩ চাকরি বাতিল: শুনানির দিনক্ষণ জানাল সুপ্রিম কোর্ট, শুনবে প্রধান বিচারপতির বেঞ্চ

imagesmissing

কলকাতা: এসএসসি মামলায় রায় ঘোষণা করতে গিয়ে ২০১৬ সালের গোটা প্যানেলই বাতিল করে দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাকের নেতৃত্বাধীন বেঞ্চ৷ যোগ্য-অযোগ্য নির্বিশেষে চাকরি হারান ২৫,৭৫৩ স্কুল শিক্ষক ও অশিক্ষক কর্মী৷ হাই কোর্টের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য৷ পাশাপাশি মামলা করে এসএসসি, রাজ্য শিক্ষা দফতর এবং মধ্যশিক্ষা পর্ষদ৷ সেই মামলার শুনানির দিনক্ষণ জানিয়ে দিল শীর্ষ আদালত। শনিবার সুপ্রিম কোর্ট সূত্রে খবর, আগামী সোমবার (২৯ এপ্রিল) এসএসসির মামলা শুনানি হবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে৷ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ শুনবে ২৬ হাজার চাকরিহারার মামলা। সোমবার বেলা ১২টা থেকেই শুরু হয়ে যাবে শুনানি৷ এর আগে আদালত সূত্রে জানা গিয়েছিল, ৩ মে শুনানি হতে পারে৷ তবে কোন বেঞ্চ এসএসসি মামলা শুনবে তা ঠিক ছিল না৷ তবে শনিবার সবটা স্পষ্ট হয়ে গেল৷ 

ad 728x90 1

ad 728x90 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *