cji chandrachud
নয়াদিল্লি: ভরা এজলাস৷ চলছে মামলার শুনানি৷ বিচারপতিদের আসনে তখন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। এজলাসে তখন বেশ গুরুগম্ভীর পরিবেশ৷ এরই মাঝে হঠাৎ করে তারস্বরে বেজে উঠল মোবাইল। একজন আবার এজলাসের মধ্যে বসেই ফোন ধরে কথা বলতে শুরু করে দিলেন। যা দেখে রীতিমতো বিস্মিত বিচারপতিরা। ওই ব্যক্তির কাণ্ডজ্ঞানহীন কাজ দেখে মেজাজ হারালেন প্রধান বিচারপতি৷ তাঁর ফোন বাজেয়াপ্ত করার নির্দেশও দিলেন তিনি। এজলাস চলাকালীন ফোন ব্যবহার করায় রীতিমতো বিরক্ত প্রকাশ করেন প্রধান বিচারপতি৷ সংশ্লিষ্ট আইনজীবীর উদ্দেশে প্রশ্ন করেন, ‘‘এটা কি বাজার?’’
সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে একটি মামলার শুনানি চলছিল৷ ছিলেন তাঁর বেঞ্চের অন্যান্য বিচারপতিরাও। কিন্তু, আদালতের কাজ চলার মাঝেই আচমকা এক আইনজীবীর মোবাইল ফোন বেজে ওঠে। এতে প্রচণ্ড বিরক্ত হয়ে যান বিচারপতিরা। পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে, যখন ওই আইনজীবী ফোন ধরে এজলাসের মধ্যেই কথা বলতে শুরু করেন৷ আইনজীবীর আক্কেল দেখে তখন হতবাক বিচারপতিরা। অবাক হয়ে যান এজলাসে উপস্থিত বাকি সকলেই। বিরক্তি প্রকাশ পায় প্রধান বিচারপতির গলায়। তিনি সঙ্গে সঙ্গে শুনানি পর্ব থামিয়ে দেন। তার পরেই সংশ্লিষ্ট আইনজীবীকে উদ্দেশ করে হিন্দিতে প্রশ্ন করেন, ‘‘এটা কি বাজার যে আপনি ফোন ধরে কথা বলে যাচ্ছেন?’’ তার পরেই আদালতের কর্মীদের নির্দেশ তাঁর নির্দেশ, ‘‘ওঁর ফোনটি নিয়ে নিন।’’