‘রাজনৈতিক মামলায় বিরক্ত হাই কোর্ট! এ বার উষ্ণা প্রকাশ প্রধান বিচারপতির

‘রাজনৈতিক মামলায় বিরক্ত হাই কোর্ট! এ বার উষ্ণা প্রকাশ প্রধান বিচারপতির

 কলকাতা: ভোট পর্ব মিটলেও, পঞ্চায়েত নির্বাচন নিয়ে এখনও হচ্ছে মামলা। একের পর এক নালিশে মামলার পাহাড় জমেছে কলকাতা হাই কোর্টে। সোমবার ভূরি ভূরি রাজনৈতিক মামলা নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। মঙ্গলে রাজনৈতিক মামলা নিয়ে বিরক্ত প্রকাশ করলেন খোদ প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। পঞ্চায়েত মামলার ঠেলায় সাধারণ মামলা শোনা দুষ্কর হয়ে উঠছে। এদিন প্রধান বিচারপতি বলেন, ‘‘গত দেড় মাস ধরে একের পর এক পঞ্চায়েত মামলা দায়ের হয়ে চলেছে। পঞ্চায়েত মামলা শুনতে গিয়ে অন্য কোনও মামলা শোনা যাচ্ছে না। মানুষ ভাবছে আমরা কাজ করছি না।’’

গত ৮ জুলাই পঞ্চায়েত ভোট ঘোষণার পর থেকেই হাই কোর্টে জমছে মামলার পাহাড়। মামলাকারীদের মধ্যে রয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী, আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকিও। বিভিন্ন অভিোগ নিয়ে তাঁরা হাই কোর্টের কড়া নেড়েছেন। 

মঙ্গলবার আদালতের কাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পঞ্চায়েত ভোটের পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন কয়েক জন আইনজীবী। তাঁরা দ্রুত শুনানির আর্জিও জানান। এতেই বিরক্তি প্রকাশ করে প্রধান বিচারপতি। তিনি বলেন, ‘‘পঞ্চায়েত মামলার ভিড়েই অন্য সব মামলা চাপা পড়ে যাচ্ছে।’’ 

পঞ্চায়েত সংক্রান্ত মামলার দ্রুত শুনানি প্রসঙ্গে প্রধান বিচারপতি আইনজীবীদের উদ্দেশে বলেন, ‘‘আইনজীবীদের আবেদন মতো শুনানি করা সম্ভব নয়। ওই মামলাগুলির জন্য নির্ধারিত দিনেই পঞ্চায়েত মামলার শুনানি হবে।’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − seven =