নয়াদিল্লি: করোনা পরিস্থিতিতে অনেকেই পাল্স অক্সিমিটার হাতের কাছে রাখতে চাইছেন। এই জন্য বেশ কিছু অ্যাপ বাজারে এসেছে। অ্যাপগুলি নিজেদের মোবাইলে ইনস্টল করে নিলে সহজেই আঙুলের ছাপের সাহায্যে পাল্স চেক করা যাচ্ছে৷ কিন্তু অ্যাপে পাতা আছে ফাঁদ। একবার সেই ফাঁদে পা দিলেই গোপন তথ্য ফাঁস হয়ে যেতে পারে। তাই ভুয়ো অ্যাপ ব্যবহারে সতর্কতা জারি করল সিআইডি।
এখন প্লে স্টোরে গেলে একাধিক জাল অক্সিমিটার অ্যাপের দেখা মিলছে। রবিবার নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে সিআইডি এ বিষয়ে রাজ্যবাসীকে সতর্ক করেছে৷ এই অ্যাপগুলিতে একটি ফিংগার প্রিন্ট স্ক্যানার থাকছে। যেখানে ব্যবহারকারীকে পাল্স পরীক্ষার জন্য নিজেদের আঙুলের ছাপ দিতে হচ্ছে। কিন্তু অসাধু ব্যবসায়ীরা এই আঙুলের ছাপ নিজেদের কাছে রেখে দিচ্ছেন। ফলে অ্যাপ ব্যবহারকারির ব্যক্তিগত তথ্য সহজেই তারা নিজেদের কাজে লাগাতে পারবেন। এমনকি ওই ব্যক্তির ওটিপি সংক্রান্ত মেসেজের তথ্যও চলে যেতে পারে প্রতারকদের কাছে।
যদি একবার প্রতারকেরা ওই আঙুলের ছাপ পেয়ে যায়, তাহলে অ্যাপ ব্যবহারকারি ব্যক্তির ফোন বা ব্যাঙ্কের সমস্ত গোপনীয় তথ্য চুরি করে নিতে পারে প্রতারকেরা। সেই সঙ্গে তথ্য চুরি করে ব্ল্যাকমেল পর্যন্ত করতে পারে তারা। তাই এই বিষয়ে করা সতর্কতা জারি করেছে সিআইডি। করোনা ভাইরাসের এই খারাপ পরিস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে একাধিক জাল অ্যাপ তৈরি করা হচ্ছে। সিআইডি জানিয়েছে, ভাবনা চিন্তা করে এই ধরনের অ্যাপ ব্যবহার করা উচিত৷