কলকাতা: সন্দেশখালিকাণ্ডে ধৃত প্রাক্তন তৃণমূল নেতা শাহজাহান শেখকে নিয়ে শুরু হয়েছে আইনি টানাপোড়েন৷ রাজ্য পুলিশ এই মামলা সিআইডি-র হাতে তুলে দিলেও, ইডির আবেদন মেনে কলকাতা হাই কোর্ট সিবিআই-কে তদন্তের দায়িত্ব দেয়৷ উচ্চ আদালতের নির্দেশ ছিল, বুধবার বিকেল সওয়া ৪টের মধ্যে শাহজাহানকে সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে৷
কিন্তু এখনও সেই প্রক্রিয়া সম্পন্ন হয়নি৷ ইতিমধ্যে ভবানী ভবন থেকে এসএসকেএম হাসপাতালে শাহজাহানকে নিয়ে গেলেন রাজ্যের গোয়েন্দারা। সেখানে শাহজাহানের প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষা করা হচ্ছে। অন্য দিকে, শাহজাহানকে হেফাজতে নেওয়ার জন্য ভবানী ভবনে অপেক্ষায় রয়েছে সিবিআই আধিকারিকরা৷ বিকেল সাড়ে ৩টে নাগাদই ভবানী ভবনে পৌঁছে যান তাঁরা।
সঙ্গে কেন্দ্রীয় বাহিনী৷ কিন্তু অন্য পথ দিয়ে প্রাক্তন তৃণমূল নেতাকে নিয়ে বেরিয়ে যায় সিআইডি৷ তবে আদালতের দেওয়া সময় পার হওয়ার পর রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ করে হাই কোর্টের দ্বারস্থ ইডি। যদিও মনে করা হচ্ছে শাহজাহানকে হস্তান্তরের আগে রুটিন মেনে তাঁর শারীরিক পরীক্ষা করানো হচ্ছে৷