অভিষেকের সম্পত্তির খতিয়ান তলব করা বিচারপতির স্বামীকেই এবার CID তলব

অভিষেকের সম্পত্তির খতিয়ান তলব করা বিচারপতির স্বামীকেই এবার CID তলব

cid

কলকাতা: কলকাতা হাই কোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে চলছে নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি৷ গত মঙ্গলবার ইডি-র আইনজীবী আদালতে জানান, লিপ্‌স অ্যান্ড বাউন্ডস কোম্পানির সিইও ৫,৫০০ পাতার নথি জমা দিয়েছেন৷ এর পরেই বিচারপতি সিনহা জানতে চান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আয়ের উৎস কী? অল্প কথায় মুখবন্ধ খামে ইডি-কে প্রশ্নের জবাব দিতে বলেছিল আদালতে৷ নির্দেশ মতো বৃহস্পতিবারই তাঁর এজলাসে তদন্তের অগ্রগতির রিপোর্ট পেশ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমরই মধ্যে বিচারপতি সিনহার স্বামীকে তলব করল রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। একটি সম্পত্তি সংক্রান্ত মামলায় এক বৃদ্ধা ও তাঁর মেয়েকে হুমকি দেওয়ার অভিযোগে বিচারপতি অমৃতা সিনহার আইনজীবী স্বামীকে তলব করা হয়েছে বলে সূত্রের খবর৷ 

আগামীকাল, অর্থাৎ শনিবার বেলা ১১টায় বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে ভবানী ভবনে হাজিরা দিতে বলা হয়েছে। যদিও এই ঘটনায় এর আগেও একবার তাঁকে তলব  করেছিল সিআইডি। গত ১ ডিসেম্বর বিচারপতি স্বামীকে এই মামলায় রক্ষাকবচ দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ কিন্তু সেই রক্ষাকবচ প্রত্যাহার করে সিআইডিকে আইনি পদক্ষেপ করার অনুমতি দেয় শীর্ষ আদালত৷ ঠিক কী অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে?  অভিযোগ, বছর ৬৪-র এক বৃদ্ধা ও তাঁর মেয়েকে পৈত্রিক সম্পত্তি থেকে বঞ্চিত করার চেষ্টা করছিলেন তাঁর কিছু আত্মীয়। সেই মামলায় ওই বৃদ্ধা ও তাঁর মেয়েকে হুমকি দেন তিনি। এমনকী মারধরও করা হয়৷ সেই ঘটনার সিসিটিভি ফুটেজও রয়েছে সিআইডির হাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + 13 =