মন্ত্রীকে লক্ষ্য করে বোমা, নিমতিতা স্টেশনে সিআইডি’র বিশেষ ফরেন্সিক দল

মন্ত্রীকে লক্ষ্য করে বোমা, নিমতিতা স্টেশনে সিআইডি’র বিশেষ ফরেন্সিক দল

কলকাতা: রাজ্যের মন্ত্রী জাকির হোসেনের উপর বোমাবাজি ও হামলার তদন্তে নেমেছে তদন্তকারী সংস্থা সিআইডি। আর এই বিস্ফোরণের গোড়ায় পৌঁছাতে শুক্রবার হামলার ঘটনাস্থল অর্থাৎ নিমতিতা স্টেশনে গিয়ে নমুনা সংগ্রহ করল সিআইডি’র বিশেষ পাঁচ সদস্যের ফরেনসিক দল। এদিন সকাল দশটা নাগাদ এই দল নিমতিতা স্টেশনের প্ল্যাটফর্মে পৌঁছায়৷ প্ল্যাটফর্ম ও রেললাইনের উপর থেকে নমুনা সংগ্রহ করে৷ উদ্ধার হওয়া নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হচ্ছে বসলে জানা গিয়েছে৷ 

গত বুধবার রাতে নিমতিতা স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মের উপর রাজ্যের শ্রম মন্ত্রী জাকির হোসেনের উপর বোমা বিস্ফোরণ ঘটানো হয়। মন্ত্রীকে ওই স্টেশন দিয়ে নিয়ে যাওয়ার সময় এই বিস্ফোরণ ঘটার ফলে মন্ত্রী সহ মোট ২৭ জন গুরুতর জখম হন ওইদিন। বিস্ফোরণের পরেই পুলিশ অনুমান করেছিল, এই বিস্ফোরণ ঘটানো হয়েছে কোনো রিমোট কন্ট্রোল ডিভাইস বোমার মাধ্যমে। তবে পুলিশ ও সিআইডি’র প্রাথমিক যৌথ তদন্তে টাইমার ডিভাইস থেকেও বিস্ফোরণ ঘটানোর তথ্য উঠে এসেছে। আর এই অনুমানের ভিত্তিতেই শুরু হয় তদন্ত।

এই ঘটনার তদন্তে নেমে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্তে সারে সিআইডি’র এক বিশেষ প্রতিনিধি দল। আর তারপরেই আজ অর্থাৎ, শুক্রবার সকালে সিআইডি’র সেন্ট্রাল ফরেনসিক দল আসে নমুনা সংগ্রহ করতে। তাদের বক্তব্য থেকে জানা গেছে, এই ঘটনায় কি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল? কতটা ছিল বিস্ফোরক পদার্থের পরিমান? কিভাবে বিস্ফোরণ ঘটানো হয়েছে? এইসব প্রশ্নের উত্তর মিলবে। বিস্ফোরণের মাধ্যম নিয়ে খতিয়ে দেখেছেন আধিকারিকরা, এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে। তবে এখনো চলবে তদন্ত এবং তাই এখনো ঘিরে রাখা হয়েছে ঘটনাস্থল, জানিয়েছে সিআইডি এবং রাজ্য পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 4 =