বারাসত: রুপোলি পর্দা ও রাজনৈতিক মঞ্চ একসাথে মিলিয়ে এবার বিজেপিকে নজিরবিহীন আক্রমণ করল তৃণমূল কংগ্রেস। ‘‘বউ হারালে বউ পাওয়া যায় রে পাগলা, বাংলার চাষির বাড়িতে কলাপাতায় দুটো ভাত খেলে বাংলা পাওয়া যায় না রে টাকলা’’, নিজেরই কালজয়ী সংলাপকে হাতিয়ার করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চমকপ্রদ ভঙ্গিতে খোঁচা দিলেন বারাসতের তৃণমূল প্রার্থী অভিনেতা চিরঞ্জিত৷ নিজের জনপ্রিয় ফিল্মি সংলাপ রাজনৈতিক মঞ্চে বিরোধী দলকে তীব্র আক্রমণ করতে যেভাবে ব্যবহার করলেন চিরঞ্জিত তা এককথায় অনন্যসাধারণ।
একুশের বিধানসভা নির্বাচনে বাংলায় ভোট প্রচারে এসে বহুবার গরিব পরিবারের বাড়িতে দুপুরের আহার সেরেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই নিয়ে অমিত শাহকে এর আগে একাধিকবার তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। তবে বারাসতের তৃণমূল প্রার্থী অভিনেতা চিরঞ্জিতের সংলাপের মাধ্যমে আক্রমণ একেবারেই নজিরবিহীন। তার জনপ্রিয় সংলাপ, “বউ হারালে বউ পাওয়া যায় রে, মা হারালে মা পাওয়া যায় না রে পাগলা”-এর অনুকরনে অমিত শাহকে ব্যঙ্গাত্মক আক্রমণ করেন তিনি। বলেন, “বিজেপি সোনার বাংলার কথা বলছে। দেশের বিজেপি শাসিত রাজ্যগুলো তাহলে সোনার হচ্ছে না কেন?” আক্রমণ করতে গিয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘টাকলা’ বলে সম্বোধন করলেন তৃণমূলের তারকা প্রার্থী।
মার্চ মাসের গোড়ায় ব্রিগেডে বিশাল জনসভা করেছিল ভারতীয় জনতা পার্টি। সেই জনসভার মঞ্চ থেকেই এককালের তৃণমূল ঘনিষ্ঠ মিঠুন চক্রবর্তী বিজেপিতে যোগ দিয়েছিলেন। গেরুয়া পতাকা হাতে তুলে নিয়ে বাঙালির মহাগুরু বলেছিলেন, “আমি জলঢোঁড়া নই, বেলেবোরাও নই। আমি জাত গোখরো, এক ছোবলেই ছবি।” মিঠুনের এই ফিল্মি সংলাপের রাজনৈতিক মঞ্চে ব্যবহার হঠাৎ করেই মানুষের মধ্যে ব্যাপক প্রভাব ফেলেছিল। এবার তৃণমূল তারকা চিরঞ্জিতও বিজেপিকে কটাক্ষ করতে গিয়ে সেরকম নিজের ছবির কালজয়ী সংলাপের আশ্রয় নিলেন।