মস্কোতেই লাদাখ সমস্যার সমাধান চায় চিন, রাজনাথের সঙ্গে সাক্ষাতের আবেদন

নয়াদিল্লি: লাদাখ ইস্যু নিয়ে চিনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ওয়েই ফেঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকের অনুরোধ করেছেন শুক্রবার। সিং ও ফেঙ্গি দু'জনই সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) মূল বৈঠকের জন্য মস্কোয় রয়েছেন। সেখানেই সমস্যার মিটমাট চেয়েছে চিন। এই অনুরোধ এমন এক সময় এসেছে যখন পূর্ব ও লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) ভারতীয় ও চিনা সেনাদের মধ্যে সামরিক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে।

নয়াদিল্লি: লাদাখ ইস্যু নিয়ে চিনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রী ওয়েই ফেঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে বৈঠকের অনুরোধ করেছেন শুক্রবার। সিং ও ফেঙ্গি দু'জনই সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) মূল বৈঠকের জন্য মস্কোয় রয়েছেন। সেখানেই সমস্যার মিটমাট চেয়েছে চিন। এই অনুরোধ এমন এক সময় এসেছে যখন পূর্ব ও লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (LAC) ভারতীয় ও চিনা সেনাদের মধ্যে সামরিক উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে।

বৃহস্পতিবার, রাজনাথ সিং রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল সের্গেই শয়েগুর সঙ্গে একটি প্রতিনিধি পর্যায়ের বৈঠক করেছেন। একটি প্রতিনিধি দলের সঙ্গে রাজনাথ বুধবার গভীর রাতে মস্কোয় পৌঁছেছিলেন। বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর ১০ সেপ্টেম্বর SCO-র পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের জন্য মস্কো সফরে যাবেন। এক বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী বলেছেন যে, এই বৈঠকটি ইন্দ্র নেভাল অনুশীলনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। পরের দু'দিন ধরে মালাক্কার স্ট্রেইট উপকূল থেকে ভারতীয় নৌবাহিনী এবং এর রাশিয়ার সহযোগীরা পরিচালনা করবে। চিনের কেন্দ্রীয় সামরিক কমিশনের চার সদস্যের একজন, ওয়ে ফেনহেও এই বৈঠকের জন্য মস্কোয় রয়েছেন। এই কমিশনের নেতৃত্বে রয়েছেন শি জিনপিংয়ের সঙ্গে জু কিলিয়াং এবং ভাইস চেয়ারম্যান হিসাবে জাং ইউক্সিয়া। SCO সদস্য দেশগুলির প্রতিরক্ষা মন্ত্রীদের মধ্যে এই বৈঠকের উদ্দেশ্য সন্ত্রাসবাদ এবং অন্যান্য মূল বিষয়গুলির পাশাপাশি আঞ্চলিক সুরক্ষা নিয়ে আলোচনা করা। ভারত, চিন, রাশিয়া, কিরগিজস্তান, পাকিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তান হল SCO-র আটটি সদস্য দেশ।

আরও পড়ুন: নিজের সঞ্চয় থেকে দেশের স্বার্থে ১০৩ কোটি টাকা দান নরেন্দ্র মোদীর

চলতি বছরের মে মাসে পূর্ব লাদাখের LAC-র বরাবর চিনের সেনাবাহিনী লঙ্ঘন স্থলে স্থিতাবস্থায় পরিবর্তন আনার পর এটি প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের দ্বিতীয় মস্কো সফর। গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনাবাহিনী এবং পিপলস লিবারেশন আর্মির (PLA) মধ্যে সংঘর্ষের ফলে ২০ জন ভারতীয় সেনা নিহত এবং চিনা পক্ষেরও কিছু হতাহতের ঘটনা ঘটে। উভয় দেশ তখন থেকে এই অঞ্চলে অব্যাহতি এবং ডি-এসক্ল্যাফিকেশন নিশ্চিত করতে একাধিক কূটনৈতিক ও সামরিক সংলাপে লিপ্ত হয়েছে। তবে, আশ্বাস সত্ত্বেও চিনারা প্যানগংয়ের বিতর্কিত অঞ্চল থেকে সরে যেতে অস্বীকার করেছে। PLAর পক্ষ থেকে ২৯, ৩০ ও ৩১ আগস্ট চিহ্নিত চিহ্নিত অঞ্চলটি দখল করার চেষ্টাও করা হয়েছিল। তবে এই প্রচেষ্টা সফলভাবে ভারতীয় সেনাবাহিনীকে ব্যর্থ করে দিয়েছে।

SCO-র পক্ষে মস্কোয় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খট্টকও রয়েছেন। আসলে, রাশিয়া ভারতকে আশ্বাস দিয়েছে যে তারা পাকিস্তানে আর কোনও অস্ত্র সরবরাহ করবে না। এদিকে দেশে ফিরে চিফ অব ডিফেন্স স্টাফ (CDS) জেনারেল বিপিন রাওয়াত ভারতের উত্তর ও পশ্চিম সীমান্তে চিনা ও পাকিস্তানি সেনাবাহিনীর মধ্যে 'সমন্বিত ব্যবস্থা' ইঙ্গিত করেছেন। তিনি এও বলেছেন ভারতীয় সশস্ত্র বাহিনী এই হুমকি মোকাবেলা করতে সক্ষম। জেনারেল রাওয়াত United States-India Strategic Partnership Forum on Navigating New Challenges-এর এক সেমিনারে এ কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × five =