বেজিং: করোনা ভাইরাসের আঁতুড়ঘর হোক কিংবা লাদাখ সীমান্তে ভারতের সঙ্গে বিবাদ, বেশ কিছু দিন ধরেই নানা বিষয়কে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে চিন। চিনের সুউচ্চ প্রাচীরের ওপারে দিনের পর দিন যে কত গোপন কান্ড কারখানা চলছে গোটা বিশ্ব কেবল তার আঁচ টুকুই পায়, খুঁটিনাটি থেকে যায় অধরাই। এহেন চিন থেকেই ফের সামনে এল এক চাঞ্চল্যকর ঘটনা।
চিনের বিশ্ববিখ্যাত ধনকুবের জ্যাক মা-এর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বেশ কিছু দিন ধরেই। রহস্যজনক ভাবে তিনি নিখোঁজ হয়েছেন। সম্প্রতি বিষয়টি নজরে এসেছে অান্তর্জাতিক মহলের। আর তারপরেই এ খবরকে ঘিরে বিশ্ব রাজনীতিতে শুরু হয়েছে চাঞ্চল্য। মনে করা হচ্ছে চিনা সরকারের সঙ্গে বিবাদের কারণেই আচমকা এভাবে নিখোঁজ হয়েছেন জ্যাক মা। ব্রিটেনের সংবাদপত্র জানিয়েছে, মাস দুয়েক আগে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়ে ছিলেন ধনকুবের জ্যাক মা। আর তারপর থেকেই নাকি প্রকাশ্যে দেখা যাচ্ছে না তাঁকে।
জানা গেছে, সম্প্রতি একটি জনপ্রিয় ট্যালেন্ট শো-তে বিচারক হিসেবে উপস্থিত হওয়ার কথা ছিল জ্যাক মা-র। কিন্তু সেখানে অপ্রত্যাশিত ভাবে হাজির হন নি আলিবাবা কোম্পানির প্রতিষ্ঠাতা জ্যাক মা। ওই ট্যালেন্ট শো ‘আফ্রিকাজ বিজনেস হিরোজ’ (Africa’s Business Heroes)-এর সূচনা করেছিলেন জ্যাক মা।আফ্রিকা মহাদেশের তরুণ ব্যবসায়ীদের এখান থেকে প্রায় ১১ কোটি টাকা পুরস্কার পাওয়ার কথা ছিল। ঠিক কী নিয়ে চিনা সরকারের সঙ্গে মতবিরোধ হয়েছিল জ্যাক মার? জানা গেছে, গত অক্টোবরে নিজের দেশের সরকারের কড়া ভাষায় সমালোচনা করেছিলেন জ্যাক মা। সেই সঙ্গে চিনের রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির বিভিন্ন নীতি ও কার্যকলাপেরও তীব্র নিন্দা করেছিলেন তিনি। চিনে ব্যাঙ্কিং ব্যবস্থার ব্যাপক সংস্কারের দাবি জানিয়েছিলেন চিনা ধনকুবের জ্যাক মা।
বলা বাহুল্য, জ্যাক মার এই সরকার বিরোধিতা মোটেই ভালো চোখে দেখেনি প্রেসিডেন্ট শি জিনপিং পরিচালিত চিনা সরকার। চিনে কমিউনিস্ট পার্টির ক্ষমতা তথা কর্তৃত্বকেই চ্যালেঞ্জ করেছেন জ্যাক মা, এমনটাই দাবি ছিল সরকারের তরফে। এর ফলে জ্যাক মা এবং তাঁর কোম্পানির বিভিন্ন কার্যকলাপের উপর নিষেধাজ্ঞাও জারি করা হয়েছিল।