china
বেজিং: পোশাক নিয়ে নতুন ফতোয়া চিনে৷ খসড়া আইন আনতেই শুরু বিতর্ক৷ ওই আইনে প্রস্তাব দেওয়া হয়েছে যে, দেশের মানুষের ভাবাবেগে আঘাত করে এমন পোশাক কোনও ভাবে পরা যাবে না। পড়লেই শাস্তি৷ কিন্তু, এই প্রস্তাবে কোন পোশাকের কথা বলতে চেয়েছে জিনপিং সরকার?
এই খসড়া প্রস্তাব আইনে পরিণত হলেই, পোশাক অপরাধে মিলবে কড়া শাস্তি। চিনাদের ভাবাবেগে আঘাত করা পোশাক পড়লে হতে পারে জেল কিংবা জরিমানা৷ তবে ঠিক কোন ধরনের পোশাক পরলে মিলবে শাস্তি, বা তা আইন ভাঙার সামিল হবে, সে সম্পর্কে স্পষ্ট করে খসড়ায় কিছু লেখা হয়নি৷
এই খসড়ার বিষয়ে পরামর্শ নিতে আইনি বিশেষজ্ঞ এবং সোশ্যাল মিডিয়া ইউজারদের সঙ্গে কথা বলা হয়েছে। এমনকী দীর্ঘ দিন পর জনসুরক্ষা আইনেও রদবদলের প্রস্তাব এনেছে চিন সরকার।
তবে পোশাক নিয়ে চিন যে খসড়া প্রস্তাব এনেছে, তাতে নাখুশ দেশের অধিকাংশ মানুষ। সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে নিজেদের মতামতও জানিয়েছেন তাঁরা। এই খসড়ায় বলা হয়েছে, ‘রাষ্ট্রীয় ভাবাবেগকে আঘাত করতে পারে বা অবদমিত করতে পারে’ এমন পোশাক বা চিহ্ন পরা যাবে না। এই ধরনের পোশাক পরলে সংশ্লিষ্ট নাগরিককে ১৫ দিন পর্যন্ত জেল বা ৫০০০ ইউয়ান পর্যন্ত জরিমানা করা হতে পারে। ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫৬ হাজার টাকা৷
‘স্থানীয় কোনও হিরো বা শহিদদের নাম’ নিয়ে কুমন্তব্য করলে, বা তাঁর নিন্দা করলেও শাস্তির প্রস্তাব আনা হয়েছে ওই খসড়া আইনে। ওই ‘হিরো বা শহিদ’দের স্মারকমূর্তি ভাঙচুর করলেও কড়া শাস্তি দেওয়া হবে।